ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

জানা গেল সাংবাদিকদের পরীমনির গালাগালির কারণ

প্রকাশিত: ২২:৪১, ৫ এপ্রিল ২০২৫

জানা গেল সাংবাদিকদের পরীমনির গালাগালির কারণ

ছবি: সংগৃহীত।

আলোচনা, সমালোচনা ও বিতর্ক—এই তিনে যেন সবসময় ঘিরে থাকেন চিত্রনায়িকা পরীমনি। সাম্প্রতিক সময়ে গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।

অভিযোগটি প্রকাশ্যে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন পরীমনি। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতেও এ নিয়ে প্রকাশিত হয় একাধিক প্রতিবেদন।

তবে রাতে নিজের অবস্থান পরিষ্কার করতে ফেসবুক লাইভে আসেন চিত্রনায়িকা পরীমনি। তিনি দাবি করেন, তার হাতে ঘটনার সম্পূর্ণ প্রমাণ রয়েছে, তবে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তা তিনি এখনই প্রকাশ করতে চান না।

লাইভে পরীমনি বলেন, “আপনারা যদি আমার অতীত জীবন দেখেন, তাহলে বুঝবেন আমি কোনো আত্মীয়স্বজন নিয়ে থাকি না। আমার পরিবারের জায়গাটা দখল করে আছে আমার স্টাফরাই। বিশেষ দিনগুলোতে তাদের নিয়েই আমি থাকি, লেখালেখি করি। যাকে গৃহকর্মী বলা হচ্ছে, সে এক মাসও হয়নি আমার বাসায় এসেছে। সে দাবি করতেই পারে, কিন্তু আমার মতে সে প্রকৃত অর্থে গৃহকর্মী নয়।”

তিনি আরও বলেন, “আমি এই অভিযোগ আইনিভাবে মোকাবিলা করব। মিডিয়াকে অনুরোধ করছি—মিডিয়া ট্রায়াল বন্ধ করুন। প্রমাণ না আসা পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক নয়। কেউ অভিযোগ করলেই সেটাকে সত্যি ধরে ফলাও করে প্রচার করা দায়িত্বশীল সাংবাদিকতার অংশ হতে পারে না।”

গণমাধ্যমের প্রতি বিরক্তি প্রকাশ করে পরীমনি বলেন, “আপনারা একতরফাভাবে সংবাদ পরিবেশন করেছেন। আমার বক্তব্য জানার আগেই আমাকে নিয়ে নেতিবাচক প্রচার শুরু করেছেন। আমি নিজে আপনাদের একাধিকবার যোগাযোগ করেছি, কিন্তু আপনারা কি সেই নারীকে প্রশ্ন করেছেন—সে কিভাবে আপনাদের নম্বর পেল? নাকি আপনাদের আগ্রহ থেকেই এমন সংবাদ প্রকাশ করেছেন?”

লাইভের এক পর্যায়ে উত্তেজিত কণ্ঠে পরীমনি বলেন, “আপনারা যেন আইন, সংসার আর ব্যক্তিজীবনের ঊর্ধ্বে উঠে গেছেন। তবে মনে রাখবেন, একদিন আপনাদেরও জবাবদিহি করতে হবে। সবকিছুর হিসাব একদিন মেলানো হবেই।”

সায়মা ইসলাম

×