ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

তানিন সুবহার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৪, ৫ এপ্রিল ২০২৫

তানিন সুবহার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা

তানিন সুবহা

দর্শকপ্রিয় অভিনেত্রী তানিন সুবহা বিভিন্ন সময়ে বিভিন্ন টিভি অনুষ্ঠানে তার বেস্ট ফ্রেন্ড মুনমুনের কথা উল্লেখ করেন। গৌরনদী গার্লস স্কুল ও কলেজে একসঙ্গে সেই ছোট্টবেলা থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত মুনমুন ও তানিন সুবহা একসঙ্গে পড়েছেন। যখন ক্লোজআপ ওয়ান ‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এ সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তানিন সুবহা তখন মুনমুনের সহযোগিতাতেই বাড়ি থেকে পালিয়ে এই রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলেন।

সেই মুনমুনের সঙ্গেই দেখা করতে এবারের ঈদের ছুটিতে মোল্লারহাট গিয়েছিলেন তানিন সুবহা। যদিও আগে থেকে বলা ছিল মুনমুনকে যে তার সঙ্গেই দেখা করতে যাচ্ছেন তিনি। তারপরও সেখানকার একটি হোটেলে অপেক্ষারত মুনমুনের কাছে হঠাৎ করেই গিয়ে হাজির হন। তানিন সুবহাকে দেখে অবাক হয়ে বুকে জড়িয়ে নেন মুনমুন। তারপর গল্প আড্ডায় মেতে উঠেন দুই প্রিয় বান্ধবী। তানিন সুবহা বলেন, সত্যি বলতে কী মুনমুনের কাছে আমি ঋণী।

আমার জীবনে তার অনেক ভূমিকা রয়েছে। তার স্বামী বেলাল ভাই একজন শিক্ষক। স্বামীকে নিয়ে মুনমুন বেশ সুখে আছে। কিছুদিন আগেই মুনমুন মা হয়েছে। এখন যেন তার পুরো পৃথিবীজুড়েই আনন্দ আর আনন্দ। ছোটবেলার সবচেয়ে প্রিয় বন্ধু, বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে সময় কাটাতে কার না ভালো লাগে। আমারও যে কতটা ভালো লেগেছে তা ভাষায় প্রকাশের নয়। মুনমুনকে ধন্যবাদ আমাকে সময় দেবার জন্য। প্রিয় বান্ধবী তুই ভালো থাকিস, সুস্থ থাকিস, স্বামী সন্তান নিয়ে সুখে থাকিস এই দোয়াই করি।

×