
ছবি: সংগৃহীত।
"অনেক অনৈতিক প্রস্তাব আসে, কিন্তু আপনি কোন রাস্তায় চলবেন, সেটা আপনার নিজস্ব সিদ্ধান্ত" — সম্প্রতি একটি টকশোতে এমন মন্তব্য করে আলোচনায় এসেছেন ‘লালটিপ’ খ্যাত অভিনেত্রী, গায়িকা, লেখিকা ও নির্মাতা কুসুম সিকদার।
বহুমুখী প্রতিভার অধিকারী কুসুম বলেন, "আমার কাছে অনেক সময় অনেক ধরনের অনৈতিক প্রস্তাব আসে, যেগুলো অনেক সময় অপ্রত্যাশিত। অর্থাৎ যাদের কাছ থেকে এগুলো আসে, তারা এমন নয় যাদের কাছ থেকে এ ধরনের কিছু আশা করি। এরপর আপনার ওপর নির্ভর করে আপনি কোন পথে যাবেন।"
তিনি আরও বলেন, "আল্লাহ আমাদের নৈতিক জ্ঞান দিয়েছেন। সেই জ্ঞান দিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন—আপনি কীভাবে এগোতে চান। কেউ যদি যোগ্যতা দিয়ে সামনে আগায়, তাহলে আমি মনে করি, প্রকৃত জয়ের জায়গা সেটাই। এটা আমার ব্যক্তিগত মত।"
২০০২ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন কুসুম সিকদার। এরপর বিজ্ঞাপনচিত্র, নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে পরিচিতি পান। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ ও ‘শঙ্খচিল’। সবশেষ ২০১৮ সালে তাকে নাটকে দেখা গেছে।
সম্প্রতি তিনি নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘শরতের জবা’তে অভিনয় করেন এবং এই চলচ্চিত্রের মাধ্যমে নির্মাতা হিসেবেও আলোচনায় আসেন।
নাটক, গান, চলচ্চিত্র, লেখালেখি—সবকিছু মিলিয়ে কুসুম সিকদার এখন একজন পরিপূর্ণ শিল্পী। শোবিজের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় তার ব্যক্তিগত অভিজ্ঞতা আরও একবার সাহসী কণ্ঠ হিসেবে সামনে এনেছে তাকে।
নুসরাত