ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

এবার পরীমণির পক্ষে দাঁড়ালেন বারিশা হক!

প্রকাশিত: ২১:২১, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৩৩, ৫ এপ্রিল ২০২৫

এবার পরীমণির পক্ষে দাঁড়ালেন বারিশা হক!

ছবি: সংগৃহীত।

আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠলেও বিষয়টি একতরফাভাবে প্রচার করা হচ্ছে বলে দাবি করেছেন বারিশা হক। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমনিকে নিয়ে ‘মিথ্যাচার’ ও ‘হয়রানিমূলক’ প্রচারণার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার রাতে ঢাকার ভাটারা থানায় পরীমনির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন তার গৃহকর্মী পিংকি আক্তার। অভিযোগে বলা হয়, এক বছরের সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে পরীমনি তাকে মারধর করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার পর আজ শুক্রবার বারিশা হক তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে পরীমনির পক্ষ নিয়ে বলেন, “আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি, আমাদের জীবন অনেক ব্যস্ততায় কাটে। গৃহকর্মীরা আমাদের পরিবারেরই অংশ। সন্তানকে বিশ্বাস করে যাদের হাতে রেখে যাই, তাদের প্রতি আমাদের নির্ভরতা থাকে। সেভাবেই আমরা তাদের যত্ন নেওয়ার চেষ্টা করি।”

তিনি আরও বলেন, “আমরা কাছ থেকে দেখেছি, জানি। বাস্তবতা হলো, কেউ না মিললে চলে যান, অন্য কেউ আসেন। তবে একতরফাভাবে পরীমনিকে নিয়ে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। যাচাই না করে কেউ একজন মাকে নিয়ে এমন প্রচার করবেন না।”

বারিশা হক আশাবাদ ব্যক্ত করে বলেন, “ঘটনার সত্যতা খুব দ্রুত প্রকাশিত হবে। তবে যিনি শিশুদের দেখাশোনার দায়িত্ব নেন, তার অবশ্যই দায়িত্বশীল হওয়া উচিত। নয়তো এই পেশায় না আসাই ভালো।”

ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সত্য উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নুসরাত

×