
ছবি: সংগৃহীত
এবার ঈদ পরবর্তী এক অনুষ্ঠানে অপু বিশ্বাস আবারও পরকীয়ার বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সাফ জানান, যেকোনো অনৈতিক সম্পর্কের তিনি বিরোধী।
সম্প্রতি একটি অনুষ্ঠানে র্যাপিড ফায়ার সেগমেন্টে অংশ নিয়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, তিনি সমাজ থেকে পরকীয়া বন্ধ করতে চান। সঞ্চালক তাকে প্রশ্ন করেন, যদি তাকে কোনো সুপার পাওয়ার দেয়া হয়, তিনি কী করবেন? উত্তরে অপু বলেন, ‘আমি পরকীয়া বন্ধ করার জন্য এমন একটি আইন করব, যাতে দশজনের সামনে পাথর নিক্ষেপ করে শাস্তি দেয়া হয়।’
অপুকে আরও এক প্রশ্ন করা হয়, জীবনের কোন অভ্যাসটি পরিবর্তন করতে চান তিনি? অপু বলেন, ‘আমি খুব সহজে মানুষের উপর বিশ্বাস করি, মনের কথা খুলে বলি। এই অভ্যাসটা পরিবর্তন করা দরকার।’
তারকাদের নিয়ে কিছু মন্তব্য করতে বলা হলে অপু শাকিব খানকে ‘সৃষ্টিশীল এবং ব্যবসায়ী’, মৌসুমীকে ‘অ্যাডরেবল হট’ এবং আফরান নিশোকে ‘একটু দাম্ভিক’ বলে উল্লেখ করেন।
শিহাব