ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

সিয়াম ১৩ বছরে হাতে গুণে তিন থেকে চারবার রাগ করেছে: অবন্তী

প্রকাশিত: ১৪:১৪, ৫ এপ্রিল ২০২৫

সিয়াম ১৩ বছরে হাতে গুণে তিন থেকে চারবার রাগ করেছে: অবন্তী

ছবি: সংগৃহীত

সিয়াম আহমেদ বলেন আমি সাধারণত রাগ করি না, বছরে একবার রাগ করি। তবে, আর আমার রাগ অনেক্ষণ থাকে। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে এসব কথা বলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও তার স্ত্রী শাম্মা অবন্তী।

দাম্পত্য জীবনে কে বেশি রাগ করে এমন প্রশ্নের উত্তরে অবন্তী বলেন, আমি বেশি রাগ করি, চেঁচামেচি করি। কিন্তু আমার রাগ বেশিক্ষণ থাকে না।

সিয়াম আহমেদ বলেন, অবন্তি খুব অল্পতেই রেগে যায় এবং ওর রাগ সর্বোচ্চ এক থেকে আধা মিনিট থাকে। আমি পুরোপুরি উল্টো। আমি বছরে একবার রাগ করি, কিন্তু তা অনেকক্ষণ থাকে।

অবন্তী বলেন, আমি অনেক বদমেজাজি। তবে আমি চিরাচরিত বদমেজাজি নই। আমি কিছুক্ষণ পরেই স্বাভাবিক হয়ে যাই। তিনি বলেন, সিয়াম রাগ করে যখন আমি অন্য কারো সামনে ওর ওপর চেঁচামেচি করি।

তিনি আরো বলেন, ১৩ বছরে সিয়াম হাতে গুণে তিন থেকে চারবার রাগ করেছেন।

কে কার রাগ ভাঙান এই প্রশ্নের উত্তরে অবন্তী বলেন, সিয়াম তো কথাই বলে না। ও মিউট হয়ে ঝগড়া করে, বিড়বিড় করে। তারপর বাথরুমে চলে যায়। বাথরুম থেকে বের হয়ে স্বাভাবিক আচরণ করে। মাঝেমাঝে আমিই কনফিউজড হয়ে যাই।

সূত্র: https://youtu.be/pkV7PQBYMiE?si=hN-UOMxq7GWXrapA

মায়মুনা

×