ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ঈদে এক টাকাও সালামি দেননি অনন্ত জলিল: বর্ষা

প্রকাশিত: ১৩:৪২, ৫ এপ্রিল ২০২৫

ঈদে এক টাকাও সালামি দেননি অনন্ত জলিল: বর্ষা

ছবি: সংগৃহীত

গত ঈদে ৫০ হাজার টাকা সালামি দিলেও এবার অনন্ত জলিল এক টাকাও সালামি দেননি অনন্ত জলিল। বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে নিজেদের ঈদ উদযাপন নিয়ে এসব কথা বলেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।

অনন্ত জলিল বলেন, মেকআপ ছাড়া বর্ষাকে ন্যাচারাল বিউটি লাগে। মেকআপ করার পর ডল ডল লাগে।

বর্ষা ও অনন্ত দুজনের মতেই বাবা মা হওয়ার পরের ঈদ বেশি আনন্দের।

তবে এবার বর্ষাকে সালামি না দেওয়ার কারণ জানতে চাইলে অনন্ত জলিল বলেন, সবাইকে দিতে দিতে শেষ হয়ে গেছিল। যদিও বর্ষা ও দর্শকরা বিশ্বাস করেননি যে অনন্ত জলিল কখনো শেষ হতে পারে।

অনন্ত জলিল বলেন, আমি আমার সন্তান আরিজ ও আবরার কে এ পর্যন্ত যত সালামি দিয়েছি তার সব রাখা আছে বর্ষার কাছে। বর্ষা প্রতি ঈদের সালামি আলাদা খামে করে তার ওপরে স্টিকারে সাল লিখে রাখে।

সূত্র: https://youtu.be/n_5t8AT7mEk?si=mBcftniWSrfXjZPp

মায়মুনা

×