
অভিনেত্রী সাদিয়া আয়মান। ছবিঃ সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার এলাকাভিত্তিক পরিচয় নিয়ে অর্থাৎ বরিশালের মানুষ হওয়ায় গর্ব প্রকাশ করে বলেছেন তিনি গর্বিত যে তিনি বরিশালের।
সাদিয়া আয়মান বলেন, ‘আমি সব সময় বলি আমি একজন প্রাউড বরিশাইল্লা। বরিশালে আমি আমার জন্মের পরে ১৯ বছর ছিলাম। ২০১৯ সালে ঢাকায় আসি।’
এক দল সাংবাদিক সাম্প্রতিক তার কাজকে বয়কট করার দাবি জানিয়েছেন। এ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে সাদিয়া বলেন, ‘সব মানুষের জীবনেই ভুল বা দুর্ঘটনা থাকে। পরে হয়তোবা আরও খারাপ কিছু হতে পারতো। তবে এ ঘটনার ফলে কম বয়সেই আমি সতর্ক হতে পেরেছি। যাতে ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয়। ভবিষ্যতে আমি আরও বেশি সতর্ক থাকবো।’
উল্লেখ্য, গত বছর এক অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন সাদিয়া। সে সময় অভিনেত্রীর অপ্রস্তত অবস্থায় থাকা একটি ভিডিও ছড়িয়ে পড়তেই সৃষ্টি হয় সমালোচনা। তখন সাদিয়া দাবি করেন, তার অনুমতি না নিয়ে গোপনে ভিডিওটি ধারণ করেন এক সাংবাদিক, আর তা ছড়িয়ে দেন।
মুমু