
ছবি: সংগৃহীত
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এক বছরের শিশুকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে দাবি করেছেন ভুক্তভোগী গৃহকর্মী পিংকি আক্তার।
বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পিংকি।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “পরীমণির বাসার এক গৃহকর্মী নির্যাতনের অভিযোগে থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
জিডিতে পিংকি আক্তার উল্লেখ করেন, পরীমণির একমাত্র সন্তানকে খাবার খাওয়ানো নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়। ঘটনার পর তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
এ বিষয়ে পরীমণির কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। তবে পুলিশ জানায়, অভিযোগের সত্যতা যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
কানন