ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

আমার গানগুলো আমার সন্তানের মতো: বেবী নাজনীন

প্রকাশিত: ০৬:০৬, ৫ এপ্রিল ২০২৫

আমার গানগুলো আমার সন্তানের মতো: বেবী নাজনীন

ছবিঃ সংগৃহীত

আপনার তো অনেক জনপ্রিয়তা, আপনার প্রিয় দুই-একটা গানের কথা যদি বলেন- জবাবে কণ্ঠশিল্পী বেবী নাজনীন বলেন, আমার প্রতিটি গান যখন তৈরি হয়, আমার সন্তানের মত তৈরি হয়। একেকটা গান আমার কাছে একেকটা সৃষ্টি। আমি যখন একটা গান গেয়ে ফেলি, তখন মনে হয় যদি আরো ভালো গাইতে পারতাম আমি। ভালো একটা পার্ফর্মেন্স করার জন্য আমার একটা চাহিদা আছে ভিতরে। 

বেবী নাজনীন আরো বলেন, শিল্পীদের তৃপ্তি এত সহজে হয় না। আমি এটা বিশ্বাস করি৷ ক্রিয়েটিভ মানুষের সবসময় চাহিদা থাকবেই।

 

সূত্রঃ https://youtu.be/7yjGrc5RsHM?si=6fDo34TQDLLHUhdK

রিফাত

×