ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

‘অন্তরাত্মা’ সিনেমায় আগ্রহ নেই দর্শকের!

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫২, ৫ এপ্রিল ২০২৫

‘অন্তরাত্মা’ সিনেমায় আগ্রহ নেই দর্শকের!

শাকিব খান ও বুবলি

বাংলাদেশের চলচ্চিত্র ঈদ কেন্দ্রীক হয়ে গেছে বেশ কয়েক বছর আগে থেকেই। সারা বছর খুঁড়িয়ে খুঁড়িয়ে চললেও ঈদের সময় বেশ নড়েচড়ে বসেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এবারও সেই একই ধারায় ঈদে মুক্তি পেয়েছে ৬ ছবি। দর্শক সব সিনেমা অধীর আগ্রহ নিয়ে দেখার প্রত্যাশায় ছিল। কিন্তু সবই যে সফল হবে এমন তো নয়। প্রতি ঈদে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বেশ কিছু চলচ্চিত্র মুক্তি পায়। 
শাকিব ভক্তরা লুফে নেয় এসব ছবি। এবার ঈদে শাকিব খান অভিনীত দুটি ছবি মুক্তি পেয়েছে। একটি হচ্ছে ‘বরবাদ’ অন্যটি ‘অন্তরাত্মা’। দুটি ছবির জন্য মুখিয়ে ছিল তার ভক্তরা। স্টার সিনেপ্লেক্সের দুটি শাখায় মুক্তি পেয়েছিল ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’। গত  সোমবার ঈদের দিন  থেকে বসুন্ধরা সিটি ও সনি স্কয়ারে সিনেমাটির চারটি প্রদর্শনী ছিল। দুদিন চালিয়ে সিনেমাটি নামিয়ে  ফেলা হয়।

দর্শকের আগ্রহ না থাকায় মুক্তির দ্বিতীয় দিনে সিনেপ্লেক্স  থেকে নামিয়ে  ফেলা হয় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ঈদের সিনেমা ‘অন্তরাত্মা’।  সেই জায়গায় বাড়ানো হয়েছে শাকিবের আরেকটি সিনেমা ‘বরবাদ’র  শো। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার  মেসবাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, দর্শক ‘অন্তরাত্মা’ সিনেমা  দেখে না, সিনেমা চলে না, তাই  নেমে  গেছে।

দর্শক  দেখলে  সেই সিনেমা কখনো নামে না। ঈদের সময়  তো হল খালি রাখা যায় না। দীর্ঘ সাত-আট মাস পর আমরা ব্যবসা করতে পারছি।  যেই সিনেমার চাহিদা  বেশি  সেই সিনেমাই চালানো হচ্ছে। শাকিবের ‘বরবাদ’ সিনেমা যখন অনিশ্চয়তার মুখে পড়ে তখন হঠাৎ করে মুক্তি নিয়ে আলোচনায় আসে ‘অন্তরাত্মা’। চার বছর আগে ২০২১ সালে ‘অন্তরাত্মা’ সিনেমার দৃশ্যধারণ করা হয়।

×