ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

শুরু হইছে নতুন এপিসোড! ফেসবুক স্ট্যাটাসে কী বলতে চাইলেন পরীমণি

প্রকাশিত: ১৭:৩২, ৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:৪০, ৪ এপ্রিল ২০২৫

শুরু হইছে নতুন এপিসোড! ফেসবুক স্ট্যাটাসে কী বলতে চাইলেন পরীমণি

ছবি: সংগৃহীত।

সময়ের আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী পরীমণি আজ বিকাল ৫টায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, “শুরু হইছে নতুন এপিসোড”।

সংক্ষিপ্ত হলেও তার এই বার্তাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলে দেয়। অনেকেই ধারণা করছেন, এটি হয়তো তার ব্যক্তিজীবনের কোনো নতুন অধ্যায়, অথবা পেশাগত জীবনে নতুন কোনো কাজের সূচনার ইঙ্গিত হতে পারে। আবার কেউ কেউ বলছেন তাকে জড়িয়ে নতুন কোনো ইস্যু তৈরি হয়েছে। স্ট্যাটাসটি ঘিরে পরীমণির ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে, তারা জানতে চাচ্ছেন—এই ‘নতুন এপিসোড’ আসলে কী?

তবে এই বিষয়ে এখনো পরীমণির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তার এই স্ট্যাটাস ঘিরে জল্পনা-কল্পনা চলছেই।

সায়মা ইসলাম

×