ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

আমি চাপাচাপিতে বিশ্বাস করি না: আরফান নিশো

প্রকাশিত: ১৫:২৫, ৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:২৭, ৪ এপ্রিল ২০২৫

আমি চাপাচাপিতে বিশ্বাস করি না: আরফান নিশো

ছবি: সংগৃহীত

নাটক থেকে আবারো বড় পর্দায় জনপ্রিয় অভিনেতা আরফান নিশো। নতুন রূপে পর্দায় আসা নিয়ে কোনো প্রকার চাপ অনুভব করেছেন কি না এই প্রশ্নের উত্তরে তিনি‌ বলেন, আমি চাপাচাপিতে বিশ্বাস করি না।

ঈদে মুক্তি পাওয়া 'দাগি' চলচ্চিত্র নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমি চাপাচাপিতে বিশ্বাস করি না। আগেও বলেছি, আবারো বলছি। যখন আমরা প্রস্তুতি নেই তখন আলোচনা হয়, সবার সাথে যোগাযোগ হয়। কাজ শেষ হয়ে গেলে আমার কখনোই কোনো টেনশন কাজ করে না। তবে, প্রথম যেদিন কোনো কাজ মুক্তি পায় সেদিন পরীক্ষার দিনের মতো সুড়সুড়ি লাগে বা জিটারি হয় মাঝেমাঝে।

'দাগি' চলচিত্রে নিশোর বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা। আরো অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। ‘সুড়ঙ্গ’ ও ‘তুফান’ সিনেমার পর শাহরিয়ার শাকিলের প্রযোজনায় নির্মিত হয়েছে 'দাগি'। মাল্টিপ্লেক্সের সবগুলো শাখা ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দাগি’।

সূত্র: https://www.facebook.com/share/r/1EQA2kaakE/

মায়মুনা

×