
ছবি: সংগৃহীত।
ফারিয়া শাহরিন, একজন মডেল হিসেবে পরিচিতি পেয়েছেন। পরবর্তীতে তিনি নাটকেও কাজ করেছেন, তবে নিয়মিত অভিনয়ে খুব একটা দেখা যায়নি। একসময় উচ্চ শিক্ষার জন্য তিনি বিদেশে পাড়ি জমিয়েছিলেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ফারিয়া বলেন, "ব্যক্তিগত জীবনে আমি সবসময়ই অন্যায়ের প্রতিবাদ করতে চেষ্টা করি। চোখের সামনে যদি আমার সাথে বা অন্য কারো সাথে কখনো কোনো অন্যায় হয়, তাহলে আমি প্রতিবাদ করি। কারণ আমি ছোটবেলা থেকেই একটু ঠোঁটকাটা স্বভাবের ছিলাম।"
২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। এরপর তিনি ‘কথা দিলাম’ বিজ্ঞাপনে মডেল হয়ে আলোচিত হন এবং তার ক্যারিয়ার এক নতুন দিগন্তে প্রবাহিত হয়।
নুসরাত