ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

দর্শকরা জড়িয়ে ধরে কান্না করছে, এটা আমাদের জন্য আশীর্বাদ: সিয়াম

প্রকাশিত: ১৪:২৪, ৪ এপ্রিল ২০২৫

দর্শকরা জড়িয়ে ধরে কান্না করছে, এটা আমাদের জন্য আশীর্বাদ: সিয়াম

জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। ক্যারিয়ারে অনেক নাটক, টেলিফিল্ম ও সিনেমা উপহার দিয়েছেন তিনি। বিজ্ঞাপনেও বিচরণ রয়েছে তার। বর্তমান প্রজন্মের সফল নায়কদের একজন তিনি। শুধু অভিনয় নয়, তার ব্যক্তিত্বও বেশ জনপ্রিয়।

ঈদে মুক্তি পাওয়া সিয়াম অভিনীত সিনেমা ‘জংলি’ বর্তমানে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলছে।"আমাদের চেষ্টা তখনই সার্থক হয় যখন তাদের ফাইনাল ইমোশনটা আমরা দেখি এবং সেটা যদি কান্নার মাধ্যমে আসে, সেটা যদি ভালোবাসার মাধ্যমে আসে। সেটা আশীর্বাদের মতই-"বলেন সিয়াম।

‘জংলি’ সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি।

দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিয়াম বলেন,"যারা জড়িয়ে ধরছেন, যারা থ্যাংক ইউ বলছেন, যারা বলছেন যে তাদের প্রিয় মানুষটার কথা মনে পড়ছে।"
তিনি আরও বলেন, "আমরা আজকে ফোর্থ ডের মত, প্রত্যেকটা হলে প্রত্যেকটা দর্শকের এক্সাক্টলি সিমিলার কাইন্ড অফ রিএকশন। সুতরাং, আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সেই ধন্যবাদ, সেই কৃতজ্ঞতা জানাতে এসেছি যে তারা এত ব্যস্ততার মাঝে, ঈদে তো সবাই আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে অনেক ব্যস্ত থাকেন, বন্ধু-বান্ধব নিয়ে ব্যস্ত থাকেন, তারা যে সিনেমা দেখতে এসেছেন এবং বাংলা সিনেমা দেখছেন, দিস ইজ এ ভেরি পজিটিভ নিউজ।"

তিনি আরও যোগ করেন, "এবং শুধুমাত্র আমাদের সিনেমা না, সব সিনেমাই দেখছেন, সো দিস ইজ এ ভেরি ভেরি পজিটিভ নিউজ ফর দা হোল ইন্ডাস্ট্রি।"

সিনেমার প্রতি ভালোবাসা এবং পরিবারের ভূমিকা নিয়ে সিয়াম জানান,"আমাদের কাজ, অভিনয় করা, আমাদের কাজ দর্শকের জন্য একটা গল্পকে প্রস্তুত করা। তো আমার ডিরেক্টর এখানে আছে, আমাদের লেজেন্ডারি প্রিন্স ভাই আছে, আমার কো-আর্টিস্ট আছে। সম্মিলিতভাবে আমাদের চেষ্টা তখনই সার্থক হয় যখন তাদের ফাইনাল ইমোশনটা আমরা দেখি এবং সেটা যদি কান্নার মাধ্যমে আসে, সেটা যদি ভালোবাসার মাধ্যমে আসে। সেটা আশীর্বাদের মতই।"

"আমরা রিয়েলি ব্লেসড, উই আর গ্রেটফুল। আমরা যা ভাবি, যা অনুভব করে কাজটা করেছি, আপনারা ঠিক ওই একই জায়গাতে এই একই সুতোতেই গাঁথা।"

তিনি আরও বলেন, "নাম্বার অফ শোজ বাদে আমি মানুষের বেসিক ইমোশনে কোন পার্থক্য দেখছি না। কারণ যারা ইমোশনালি এটাচ, যারা কাউকে না কাউকে ভালোবাসেন, যারা বাবা-মাকে ভালোবাসে, সন্তান। অনেক বাচ্চা আজকে দেখেছি। অনেক প্যারেন্টস আমাকে বলেছে যে এটা আমার সন্তানের সিনেমা হলে দেখা প্রথম সিনেমা। কারণ সন্তান আসলে কোলে। এর আগে চাইলেও সিনেমা দেখা সম্ভব না। আমরা এজ এ টিম সিনেমা ভালো খারাপ অনেক কিছু তো অনেক পরের হিসাব। কিন্তু একটা বাচ্চার প্রথম সিনেমা হয়ে থাকা এটা যেকোনো টিমের জন্য একটা অনেক বড় আশীর্বাদ। অনেক বড় ব্লেসিং। সো থ্যাংক ইউ সো মাচ।"

সিয়াম বলেন, "আপনারা যে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসছেন, কোলের শিশু নিয়ে আসছেন, তাদেরকে জন্য তো আমরা আসলে খুব বেশি পার্টিকুলারলি আমাদের মা-খালাদের জন্য আমরা অনেক এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করতে পারি না। তো আপনারা সবাই আসছেন, ইনভলভ হচ্ছেন, দ্যাট মিন্স।"

বিদেশে সিনেমার প্রদর্শন নিয়েও জানান সিয়াম।তিনি জানান, "থ্যাংক ইউ যে আমাদের ফিল্ম রিলিজের আগেই আমরা আমাদের দেশের বাইরে দেখানোর জন্য চুক্তিবদ্ধ। ইনশাআল্লাহ সিনেমা ইংল্যান্ডে যাচ্ছে, ইনশাআল্লাহ ইউএসএতে যাচ্ছে, কানাডাতে যাচ্ছে, অস্ট্রেলিয়াতে যাচ্ছে, নিউজিল্যান্ডে যাচ্ছে। এতটুক পর্যন্ত আমরা এখন পর্যন্ত জানি এবং সেটা খুব শীঘ্রই যাচ্ছে। এবং যেরকম ভাবে ভালোবাসা আপনারা দিয়েছিলেন, তাতে আশা করি যারা আমাদের ভাই-বোন, আমাদের রিলেটিভস, যারা দেশের বাইরে থাকেন, কিন্তু সিনেমা দেখার সুযোগ পান না, তারাও অনেক আগ্রহ প্রকাশ করছেন। আশা করি আমরা তাদেরকে খুব শীঘ্রই ‘জংলি’ দেখাতে পারবো।"

এদিকে, সিয়াম আহমেদ আশা প্রকাশ করেন, তার সিনেমা শুধুমাত্র দেশের মধ্যে নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সিনেমার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।


সূত্র:https://tinyurl.com/47d2n4tj

আফরোজা

×