ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ছোটবেলায় বায়তুল মোকাররমে হারিয়ে গিয়েছিলাম: সিয়াম

প্রকাশিত: ১১:২৫, ৪ এপ্রিল ২০২৫

ছোটবেলায় বায়তুল মোকাররমে হারিয়ে গিয়েছিলাম: সিয়াম

ছবি: সংগৃহীত।

হালের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। ক্যারিয়ারে এখন পর্যন্ত অনেক নাটক, টেলিফিল্ম ও সিনেমা উপহার দিয়েছেন সিয়াম। বিজ্ঞাপনেও বিচরণ রয়েছে তার। বর্তমান প্রজন্মের সফল নায়কদের একজন তিনি। শুধু অভিনয় নয়, ব্যক্তিত্বের জন্যও বেশ জনপ্রিয় সিয়াম। 

এবার সিয়াম আহমেদ জানালেন, ছোটবেলার বায়তুল মোকাররম মসজিদে ঈদের নামাজ আদায় করতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন তিনি।

একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে উপস্থিত হয়ে সিয়াম বলেন, ‘আমি তখন চতুর্থ শ্রেণিতে পড়ি। ছোটবেলায় বাবার সঙ্গে বায়তুল মোকাররম মসজিদে ঈদের নামাজ পড়তাম। সেখানে তো অনেক মুসল্লি। নামাজের পর কোলাকোলি শেষে দেখি আব্বু পাশে নেই। অনেকক্ষণ বাবাকে খুঁজেছি। পরে দেখি মসজিদ খালি হওয়ার পথে। বাবাকে খুঁজে না পেয়ে একটি রিকশায় করে বাড়ি ফিরি। কিন্তু বাড়ি ফিরে দেখি বাবা তখনো বাসায় আসেনি। তখন তো ফোন ছিল না। এটা আব্বুর বাবার জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। কারণ তিনি আশপাশের পুরো এলাকা আমাকে খুঁজেছেন।’

উল্লেখ্য, এবার ঈদে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদের সিনেমা জংলি। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দিঘী। 

নুসরাত

×