
ছবিঃ সংগৃহীত
কণ্ঠশিল্পী ন্যান্সি তার ভেরিফায়েড এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, তিন কন্যা সন্তানের জননী আমি। আমার জীবনের সকল অপ্রাপ্তি পূর্ণতা পেয়েছে রোদেলা, নায়লা আর গুনগুনের হাত ধরে। আমার ভাবতে ভালো লাগে যে একইসাথে আমি ওদের বাবা এবং মা দুটোই। এখনো বট বৃক্ষের মত টিকে আছি ওদের জন্যই।
আমার অংশ হয়ে তোরা আছিস বলেই একা পথচলাও ভীষণ সুন্দর।
আমার অস্তিত্ব, আমার পরিচয় - তোরা অনেক বড় হ, ঠিক যেন ঐ নীল আসমানের মত ঝকঝকে নির্মল।
রিফাত