ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

‘সুরঙ্গ’ যখন আসে, তখন তাকে সম্মান দেখিয়ে আমি অনেক কথা বলেছি: আফরান নিশো

প্রকাশিত: ২৩:৩৩, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:৩৩, ৩ এপ্রিল ২০২৫

‘সুরঙ্গ’ যখন আসে, তখন তাকে সম্মান দেখিয়ে আমি অনেক কথা বলেছি: আফরান নিশো

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় মডেল ও টেলিভিশন অভিনেতা আফরান নিশো সম্প্রতি যমুনা টিভির এক সাক্ষাৎকারে 'সুরঙ্গ' সিনেমা এবং ‘বরবাদ’-এর সার্টিফিকেশন নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। উপস্থাপক তাকে প্রশ্ন করেন, “সুরঙ্গ”-এর সময় আমরা সোশ্যাল মিডিয়াতে বেশ বিতর্ক দেখেছি, যা এবার একেবারেই দেখা যাচ্ছে না। “বরবাদ”-এর সার্টিফিকেশন নিয়েও আপনার মন্তব্য আমরা দেখেছি। তবে কি ধরে নেওয়া যায় যে পূর্বের দূরত্বের অবসান ঘটেছে? সেই সময়ের ঘটে যাওয়া বিষয়ে আপনি যদি কিছু বলেন?”

জবাবে আফরান নিশো বলেন, “আমরা তো খুব বেশি সিনেমা নির্মাণ করতে পারি না। দর্শকের সামনে যত সিনেমা আসে, তা বিভিন্ন ধরনের গল্পের ওপর নির্ভরশীল। একেকজন দর্শক একেক ধরনের গল্প দেখতে চায়। প্রতিটি সিনেমার সঙ্গে অনেক মানুষের শ্রম, ধ্যান-জ্ঞান জড়িত। প্রত্যেকটা গল্প একরকম হবে না—কোথাও অ্যাকশন থাকবে, কোথাও ড্রামা, কোথাও কমেডি, আবার কোথাও প্রেম। তাই একজন ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে আমার দায়িত্ব হচ্ছে, প্রতিটি সিনেমাকে যথাযথ সম্মান দেওয়া এবং তাদের বার্তাকে সুস্পষ্টভাবে উপস্থাপন করতে সাহায্য করা।

তিনি আরও বলেন, “আমি মনে করি, যদি কেউ কোনো সংকটময় মুহূর্তে আমার মতো একজন মানুষকে পাশে পায় এবং এটি যদি আমার দায়িত্বের মধ্যে পড়ে, তাহলে তা প্রকাশ্যে বলা উচিত। তাই আমি “বরবাদ”-এর সার্টিফিকেশন নিয়ে মন্তব্য করেছি।”

আফরান নিশো ঘটনার প্রসঙ্গে বলেন, “এটি একটি ভুল বোঝাবুঝি। আমি এটা স্পষ্টভাবে এবং দায়িত্ব নিয়ে বলতে চাই যে, আমার উদ্দেশ্য কখনোই কাউকে আক্রমণ করা বা অসম্মান করা ছিল না। আমি কোনো ব্যক্তিগত বিষয়ে কটূক্তি করিনি, করবও না। অনেকে পরিস্থিতিকে বাড়িয়ে তুলতে চায়, আবার অনেকে তা প্রশমিত করতে চায়। তবে আমার দিক থেকে স্পষ্ট করতে চাই—আমি কখনোই কাউকে অসম্মান করিনি।"

তিনি আরও বলেন, “যার সম্পর্কে কথা হচ্ছে, তিনি আমার সিনিয়র, আমার অগ্রজ। ইন্ডাস্ট্রিতে তিনি অনেক কিছু দিয়েছেন। তার জন্য আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। আমি যখন “সুরঙ্গ” নিয়ে কথা বলেছি, তখনও তাকে সম্মান দেখিয়ে অনেক কথা বলেছি, কারণ তিনি তা ডিজার্ভ করেন। বিনিময়ে তিনি শুধু সম্মান চান, আর কিছু নয়।”

আফরান নিশো বলেন, “তিনি সবসময় আমার সম্মানের শীর্ষে থাকবেন। এটি নিছক একটি ভুল বোঝাবুঝি ছিল। যদি তিনি মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে, এটি ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছু নয়।"

সূত্রঃ https://youtu.be/G0N68aK3pHw?si=XY3Sk6TRg9vNpBVF

ইমরান

×