
এবার ঈদে বিনোদনের নানা আয়োজনের পশরা সাজিয়েছে বৈশাখী টেলিভিশন। চ্যানেলটির ঈদের পঞ্চম দিনের উল্লেখযোগ্য আয়োজন হচ্ছে- বেলা ১টায় শুধু সিনেমার গান। বিকেল সোয়া ৫টায় প্রচার হবে ঈদ ধারাবাহিক ‘ব্ল্যাক মানি’র পঞ্চম পর্ব। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। এতে অভিনয় করেছেন কাজী হায়াৎ, ওমর সানী, ডন, অমিত হাসান, হাসান জাহাঙ্গীর প্রমুখ। বিকেল পৌনে ৬টায় প্রচার হবে নাজ নাজমার রচনা এবং ফরিদুল হাসানের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘মানি লোকের মান’। এতে অভিনয় করেছেন জাহের আলভী, ফারজানা আহসান মিহি, আবদুল্লাহ রানা, স্বপ্নীল সাথী, নান্নু প্রমুখ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘শাশুড়ির বিয়ে’। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, আ খ ম হাসান, ফারজানা আহসান মিহি, শিল্পী সরকার অপু, মাসুম বাসার, শেলী আহসান প্রমুখ। নাটকটি রচনা করেছেন রুহুল আমিন পথিক এবং পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘লণ্ডনী জামাই’। নাটকটি রচনা করেছে টিপু আলম মিলন এবং পরিচালনা করেছেন আল হাজেন। এর অভিনয় শিল্পীরা হলেন রাশেদ সীমান্ত, অহনা রহমান, আহসানুল হক মিনু প্রমুখ। রাত সোয়া ৮টায় নাটক ‘প্যারা আজমল’। সোহেল রানা ইমনের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই প্রমুখ। রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ট্রাক ড্রাইভার’। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, আইনুন পুতুল, ফারজানা ছবি, অলিউল হক রুমি, অবিদ রেহান, সিলভিয়া, ফাতেমা হীরা, রেশমা প্রমুখ। রচনা করেছেন আহসান আলমগীর এবং পরিচালনায় রুহুল আমিন শিশির। রাত ৯টা ৫৫ মিনিটে প্রচার হবে আদিব হাসানের পরিচালনায় বিশেষ নাটক ‘কাম ফ্রম আফ্রিকা’। এতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, ফারজানা আহসান মিহি, নীলা ইসলাম, শফিক খান দিলু প্রমুখ। রাত ১১টা ৪০ মিনিটে প্রচার হবে মেগা নাটক ‘আমি মানুষ’। এতে অভিনয় করেছেন আরফান আহমেদ, সাবেরী আলম, মৌটুসী বিশ্বাস, অলিউল হক রুমি, অনুভব, হারাধন, সমু চৌধুরী প্রমুখ। রচনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব এবং পরিচালনা করেছেন রূপক বিন রউফ।