ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

আরটিভিতে আজ ‘দূরের দেখা’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:০০, ৩ এপ্রিল ২০২৫

আরটিভিতে আজ ‘দূরের দেখা’

আরটিভিতে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রচার হবে নাহিদ আহমেদ পিয়ালের চিত্রনাট্য ও পরিচালনায় নাটক ‘দূরের দেখা’। পরিচালক নাটক সম্পর্কে বলেন, অন্তু চাকরি করে ঢাকার বাইরে। অফিসে প্রচণ্ড ব্যস্ততা তার। অভিভাবক বলতে তার মামা। বাবা-মা মারা গেছেন আগেই। বিয়ের কথা বলে বলে ক্লান্ত হয়ে গেছেন মামা। অন্তুর ব্যস্ততা, আরেকটু গুছিয়ে নেওয়ার ইচ্ছা এসবই বাধা হয়ে দাঁড়িয়েছে বিয়ের জন্য। এ অবস্থায় অন্তুর মামা ধরলেন রফিককে। রফিক অন্তুর ঘনিষ্ঠজন। অনেকটা বড় ভাইয়ের মতো। একটি সু-পাত্রীর সন্ধান পেয়েছেন মামা। বিয়ের আগে একে অপরকে পরীক্ষা করার জন্য এই খেলা। দূরের দেখা সবসময়ই অস্পষ্ট। এবার কাছাকাছি হবার পালা। মুখোমুখি হতেই সকল রহস্যের অবসান। নাটকটিতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, আইশা খান, সংগীতা চৌধুরী প্রমুখ।

×