
ছবি: সংগৃহীত
আসন্ন ঈদে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর দাগী সিনেমা নিয়ে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে নিশো বলেন, নাটকে যখন সবচেয়ে সুদিন তখন আমি নাটক বন্ধ করে ওটিটিতে পদার্পণ করেছি। আবার যখন ওটিটিতে সবচেয়ে সুদিন তখন আমি ওটিটি অফ করে সিনেমাতে নিজেকে অর্ন্তভুক্ত করেছি।
তিনি তার সিনেমা নিয়ে বলেন, আমরা তো এক্সপেরিমেন্ট করছি, সবকিছুই খুবই প্রপার ওয়ে তে যাচ্ছে, দর্শকের উচ্ছ্বাস দেখছি, টিকেট পাওয়া যাচ্ছে না, সবকিছুই আনন্দের,দুঃখের স্মৃতি নাই বললেই চলে। এছাড়াও তিনি পরিচালক এবং সহযোগীদের প্রশংসা করেন। তিনি বলেন,দিস ক্রেডিট গোস টু শিহাব শাহিন এন্ড শারিয়া শাকিব।
নিশো জানায়, সিনেমা নিয়ে তেমন টেনশন কাজ করে না, তাবে প্রথম দিন যখন সিনেমা হল ভিজিটে আসি বা সংবাদ জানতে চাই, তখন মনে হলো পরীক্ষার হলে যাওয়ার আগে যেমন একটু সুড়সুড়ি লাগে, ওরকম কিছু একটা জিটারি হলো।
তিনি মনে করেন, দাগী একটি ট্রাজিক স্টোরি, এটার মধ্যে একটু ডেপথ এনালাইসিস করতে হবে, এটা সম্পর্কের গল্প, এখানে যতগুলো ক্যারেক্টার আছে তাদের মধ্যে জটিলতা আছে, কমপ্লেক্সিটি আছে এবং প্রতিটা চরিত্রের মধ্যে একটা শেডস ডিফারেন্ট আছে, টাইমলাইনেকে টাচ করা হয়েছে এই মুভির গল্পে, একটা জীবনবোধের মূল মেসেজ দেওয়ার চেষ্টা করেছে ।
নিশো বলেন, আমার কাজ অভিনয় করা আমাকে যে বাজেটে যে প্লাটফর্মে দেওয়া হবে, সেই কাজটাই আমি করবো। আমি নাটকের মানুষ নাটক থেকে আমার অভিনয় ক্যারিয়ার শুরু, এর আগে মডেলিং করতাম, সেখানে না বলার দৃষ্টতা আমার নাই। এরপরে ওটিটিতে সময় দিয়েছি, এখানে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে এবং তারপর নিজেকে গুটিয়ে নিয়ে সকল অস্থিরতা কমিয়ে স্থির হয়ে সিনেমাতে নিজেকে এন্ডোর্স করছি।
তিনি বলেন, আমি নিজেকে পরিণত করতে চাই একজন পরিপূর্ণ অভিনেতা হিসাবে। তিনি নিজেকে কারো সাথে কম্পারিজন মনে করেন না, একেক জন একেক ফরম্যাট ব্যবহার করে অভিনয় করেন। আমি নিজেকে তৈরি করার চেষ্টা করছি এবং কাজ করার ক্ষেত্রে তিনি গল্প থেকে পরিচালক, কলাকৌশলীদের মূখ্য হিসেবে মনে করেন।
এছাড়াও বলেন, আগে আমার ক্ষুধাগুলো আমি শেষ করতে চাই, তারপর কমার্শিয়াল সিনেমা সহ সব ধরণের সিনেমা করতে চাই।
মেহেদী হাসান