
ছবি: সংগৃহীত
বাংলা সিনেমার প্রখ্যাত নায়িকা কুসুম শিকদার সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ছোটবেলার ঈদের স্মৃতি শেয়ার করেন। কুসুম বলেন, "আমার ছোটবেলায় এমন ছিল না যে ঈদে জামা কিনতে হবে। বাবা নিয়ে আসতো বিদেশ থেকে।"
তিনি জানান, তার জীবনের প্রাথমিক সময়ে ঈদের দিনে জামার ব্যাপারে অতিরিক্ত উৎসবধর্মী কোন আয়োজন থাকত না। ছোটবেলায় জামার প্রতি আকর্ষণ বা লুকিয়ে রাখার ব্যাপারও তার কাছে অপরিচিত ছিল।
কুসুম আরও স্মরণ করিয়ে দেন, "আমি যখন লাক্স চ্যাম্পিয়ন হলাম, তখন আমার বয়স ছিল মাত্র ২১।" এই সময় থেকেই শুটিংয়ের প্রস্তুতির জন্য নানা রকম কাপড় কেনা শুরু হয়। ঈদের দিনে বিশেষ করে নতুন জামা কেনার পরিবর্তে, সেই সময় শুটিংয়ের কাজে কেনা কাপড় পরিধান করা হত।
তিনি বলেন, "২১ বছর খুব একটা বড় বয়স না, ছোটই। আর একেবারে ছোটবেলায় নতুন জামা লুকিয়ে রাখার ব্যাপার আমার মাঝে ছিল না। সালামি তো এখন দিতেই হয়, মন খারাপ হয় না।"
সূত্র: https://www.facebook.com/share/r/162ZA1brTS/
আবীর