ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সব কিছু মানিয়ে নিতে হয়, আর কিছু কিছু জিনিস না পাওয়াই হয়তো ভালো: পারসা ইভানা

প্রকাশিত: ১৫:৫৯, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:৫৯, ৩ এপ্রিল ২০২৫

সব কিছু মানিয়ে নিতে হয়, আর কিছু কিছু জিনিস না পাওয়াই হয়তো ভালো: পারসা ইভানা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের নাট্যাঙ্গনের এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী, মডেল পারসা ইভানা তার ফেসবুক পোস্টে লিখেছেন, 'মা বলতো, কিছু কিছু জিনিস না পাওয়াই ভালো। তখন মনে হতো, এটাই পৃথিবীর সবচেয়ে বাজে কথা। চাইলেই কেন পাবো না? চেষ্টা করলেই তো সব সম্ভব!'

পারসা মা কেন এমন কথা বলতেন তা এখন বোঝেন উল্লেখ করে তিনি আরও লেখেন, 'সব কিছু আমাদের হাতে থাকে না, চাইলেই সব ঠিক করে ফেলা যায় না। কিছু ভুল চাইলেও মুছে ফেলা যায় না, কিছু অনুভূতি চাইলেও প্রকাশ করা যায় না।'

কিছু গল্প শুরুর আগেই শেষ হয়ে যায় জানিয়ে ফেসবুক পোস্টে জনপ্রিয় এই অভিনেত্রী আরও লেখেন, 'কিছু প্রশ্নের উত্তর থাকেই না, শুধু মনে রেখেই বাঁচতে হয়। জীবন শেখায়সব কিছু মানিয়ে নিতে হয়।'

এছাড়া, তার ফেসবুক পোস্টে 'আর কিছু কিছু জিনিস না পাওয়াই হয়তো ভালো' যোগ করেন তিনি।

 

সূত্র: https://www.facebook.com/share/18sgqQpNcz/

রাকিব

×