
ছবি: সংগৃহীত।
ঢাকায় প্রথমবারের মতো বিজু মেলা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৯, ১০ ও ১১ এপ্রিল তিন দিনব্যাপী বিজু, বৈসু ও সংক্রান্তি উৎসব উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক পোস্টে বিজু মেলার আমন্ত্রণপত্র ও সময়সূচির দুটি ছবি শেয়ার করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
এই তিন দিনব্যাপী মেলায় সম্মানিত অতিথিবৃন্দের উপস্থিতিতে থাকবে বর্ণাঢ্য আয়োজন। মেলায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা, পার্বত্য হস্তশিল্প, খাবারসহ বিভিন্ন বিক্রয় ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এটি পার্বত্য অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার এক অনন্য উদ্যোগ।
মেলার স্থান নির্ধারণ করা হয়েছে শাক্যমুনি বৌদ্ধ বিহার, মিরপুর ১৩, ঢাকা। এই আয়োজনের মূল দায়িত্বে রয়েছে ‘ঢাকাস্থ্য পার্বত্য উদ্যোক্তা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ’।
এই মেলা ঢাকাবাসীসহ পার্বত্য জনগোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।
নুসরাত