ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

সাবেক দুই স্ত্রীকে খুশি করতে যা করলেন শাকিব

প্রকাশিত: ২৩:২১, ২ এপ্রিল ২০২৫

সাবেক দুই স্ত্রীকে খুশি করতে যা করলেন শাকিব

ছবি: সংগৃহীত।

ঢালিউড সুপারস্টার শাকিব খান দুই পরিবারের মাঝে ভারসাম্য রক্ষা করতে কোনো ত্রুটি রাখেননি। তাই মার্চ মাসজুড়ে উদযাপনে মাতলেন তিনি। নিজের জন্মদিন, ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন, ঈদ এবং ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বরবাদ’— সব মিলিয়ে উৎসবমুখর ছিলেন এই জনপ্রিয় অভিনেতা। পুরো মাসজুড়ে দুই সন্তান আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। তার সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী সামাজিক মাধ্যমে সেই মুহূর্তগুলোর ছবি শেয়ার করেছেন, যা দেখে অনুরাগীরা মনে করছেন— ব্যক্তিজীবনেও ভারসাম্য বজায় রাখতে শিখেছেন শাকিব।

গত ২৮ মার্চ ছিল শাকিব খানের জন্মদিন। ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছার ভিড়ে সবচেয়ে বিশেষ মুহূর্ত তৈরি করে দুই ছেলে। আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর দুজনেই বাবার জন্য আলাদা কেক এনেছিল। বড় ছেলে জয়ের পছন্দের রেড ভেলভেট কেকের ওপর সুন্দর করে লেখা ছিল— "হ্যাপি বার্থডে মাই কিং পাপা"। শুধু কেকই নয়, একটি ক্যানভাসে নিজের হাতে বাবার জন্য কিছু কথাও লিখে এনেছিল সে, যা দেখে উচ্ছ্বসিত হন শাকিব। সেই আবেগঘন মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে অপু বিশ্বাস লিখেছেন— "সন্তানের কাছে তার বাবা শুধু বাবা, কোনো তারকা নয়। বাবা-ছেলের বন্ধন আত্মার বন্ধন, যা ভালোবাসা ও দোয়ায় পূর্ণ থাকুক।"

একই দিনে ছোট ছেলে বীর-ও বাবার জন্য এনেছিল নীল-সাদা রঙের তারকার আদলে তৈরি কেক। কেকের ওপর লেখা ছিল— "হ্যাপি বার্থডে ড্যাডি, আওয়ার মহারাজা"। শাকিবকে কোলে নিয়ে কেক কাটতে দেখা যায় বীরকে। সেই মুহূর্তের ছবি শেয়ার করে বুবলী লিখেছেন— "পুরো মার্চ মাসটাই বাবা-ছেলের জন্মদিনের উদযাপনে পরিণত হয়েছে। যেন এসকে মাস!"

২৩ মার্চ ছিল শেহজাদ খান বীরের জন্মদিন। সে দিন বাবার সঙ্গে গাড়ির আকৃতির কেক কাটে বীর। সেই ছবি শেয়ার করে বুবলী লিখেছিলেন— "বাবা-ছেলের ভালোবাসা কোনো বাধা মানে না।"

শাকিব খানের জন্মদিনে তার সাবেক দুই স্ত্রীই শুভেচ্ছা জানিয়েছেন। বুবলী তাকে বলেছেন বাংলা ছবির "মহারাজা", আর অপু বিশ্বাস তাকে তুলনা করেছেন "শাহরুখ খান"-এর সঙ্গে।

ঈদেও দুই ছেলের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে শাকিব খানকে, যা তার ব্যক্তিগত জীবনের ভারসাম্যপূর্ণ অবস্থানেরই ইঙ্গিত দেয়।

সায়মা ইসলাম

×