
‘ডোরস’, ‘ব্যাটম্যান ফরএভার’ আর ‘টপ গান’ সিনেমা করে দারুণ পরিচিতি পাওয়া হলিউডি অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন। বিবিসি লিখেছে, অভিনেতার মেয়ে মার্সিডিস কিলমার জানিয়েছেন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার বাবা মারা গেছেন মঙ্গলবার। তবে ২০১৪ সাল থেকে ক্যান্সার বাসা বেঁধেছিল কিলমারের কণ্ঠনালীতে। কিলমারের বয়স হয়েছিল ৬৫ বছর। কিলমারকে আশি ও নব্বই দশকের একজন প্রভাবশালী অভিনেতা হিসেবে ধরা হয় হলিউডে। ‘টপ গান’, ‘রিয়েল জিনিয়াস’, ‘টম্বস্টোস’. ‘হিট’ ও ‘দ্য সেন্ট’ সিনেমাগুলো কিলমারকে পরিচিতি এনে দিয়েছিল। এর মধ্যে কয়েক বছর আগে গলায় অস্ত্রোপচার হয়েছিল অভিনেতার। সে কারণে তার কণ্ঠস্বরও বদলে গিয়েছিল। শারীরিক এই জটিলতা কিলমারকে অভিনয় থেকে দূরে সরিয়ে নিয়েছিল একটা সময়ে। পরে বিরতি ভেঙে ২০২২ সালে মুক্তি পাওয়া টম ক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমায় অভিনয় করেন কিলমার। সেখানে তার চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন তার ছেলে। কিলমারের মৃত্যুতে শোক জানিয়েছেন হলিউডের অনেকে। চলচ্চিত্র সমালোচক ডেভিড রনি বলেছেন, স্বাস্থ্য জটিলতা কিলমারের জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছিল। ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমায় কিলমার যে স্বল্প সময়ের জন্য হাজির হয়েছিলেন, রনির ভাষায়, ওই দৃশ্যগুলো মর্মস্পর্শী। তিনি বলেছেন, এমন একটি কাজ দিয়ে কিলমার তার জীবন ও ক্যারিয়ারে সমাপ্তি টানলেন, যেটি হলিউডের সাড়া ফেলা সিনেমাগুলোর একটি। কিলমারের অভিনয় যাত্রার শুরুর মাধ্যম ছিল থিয়েটার। তার জন্ম ও বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়ার সান ফার্নান্দো ভ্যালিতে। কিলমার অভিনীত সিনেমাগুলো বেশিরভাগ সময় ২ বিলিয়ন ডলারের মতো আয় করেছে। কিলমার ১৯৮৪ সালে ‘টপ সিক্রেট!’ সিনেমায় অভিনয় করেন। যেখানে তিনি একজন রক তারকার চরিত্রে অভিনয় করেন। সিনেমাটিতে নিজে গানও গেয়েছিলেন কিলমার। ১৯৮৬ সালে সাই-ফাই কমেডি ‘রিয়েল জিনিয়াস’ সিনেমায় একজন বুদ্ধিমান কলেজছাত্রের চরিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া ‘ব্যাটম্যান ফরএভার’ সিনেমায় ব্রুস ওয়নের চরিত্রে অভিনয় এবং অলিভার স্টোনের ‘দ্য ডোরস’ সিনেমায় জিম মরিসনের চরিত্রে অভিনয় করে পরিচিতি পান কিলমার। তবে টম ক্রুজের সঙ্গে ‘টপ গান’ সিনেমাই কিলমারকে বড় তারকা বানিয়ে দেয়।