ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

সুগার ড্যাডি নিয়ে ববির অবাক করা মন্তব্য

প্রকাশিত: ১৮:২৭, ২ এপ্রিল ২০২৫

সুগার ড্যাডি নিয়ে ববির অবাক করা মন্তব্য

ছবি: সংগৃহীত

বেসরকারি টিভি চ্যানেল আরটিভির এক সাক্ষাৎকারে চিত্রনায়িকা ববি বলেছেন ইন্ডাস্ট্রির কিছু নায়িকা বিদেশে ঘুরে সুন্দর ছবি দেয়, কিন্তু কখনোই ফটো ক্রেডিট দেন না – এ বিষয়ে ববি বলেন, "যার ফটো ক্রেডিটে নাম যাচ্ছে না, তার কোনো সমস্যা নেই, তোমার আমার কেন সমস্যা?"

সুগার ড্যাডি নিয়ে মানুষের মধ্যে প্রচলিত ধারণা সম্পর্কে ববি বলেন, "সুগার তো আসলে হার্মফুল মেবি, আমি জানি না। শুধু সুগার ড্যাডি নয়, সুগার মাম্মিও শোনা যায়। এটা নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মত। আমি ব্যক্তিগতভাবে এ ধরনের ধারণা পছন্দ করি না, তবে সেটা অন্যদের পছন্দ হতে পারে। আমি আমার মতামত রাখবো এবং সেটা আমার নিজস্বতা।" তিনি আরও বলেন, "কষ্ট করে কিছু অর্জন করা আমার ভালো লাগে, তবে অন্য কেউ আমাকে উপরে তুলে দিলে সেটা আমি পছন্দ করি না। প্রত্যেকের নিজস্ব আইডেন্টিটি থাকা উচিত।"

এদিকে, ইন্ডাস্ট্রির কিছু নায়ক-নায়িকা কাজ কম করলেও বছরের বেশিরভাগ সময় আলোচনায় থাকে, এ বিষয়ে ববি বলেন, "এটা খুবই নেগেটিভ। যদি কেউ তার পার্সোনাল লাইফ নিয়ে বেশি আলোচনা করে, তবে ফিল্মের ক্যারিয়ার ও কাজের প্রতি মানুষের আগ্রহ কমে যায়। এখনকার দিনে এসব ব্যক্তিগত ঝগড়া, মারামারি বা বিবাহ-বিচ্ছেদ নিয়ে বেশি আলোচনা হয়। দিন বদলেছে, তবে সবকিছুরই একটা মধ্যমপন্থা থাকা উচিত। খুব বেশি রিভিল হয়ে গেলে, মানুষ আর আগ্রহ পাবে না সিনেমা দেখার জন্য।"



সূত্র: https://www.youtube.com/watch?v=7fSieTJ3MXI

আবীর

×