ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

এক্সপেক্টেশন থাকলেই বন্ধুত্ব নষ্ট হয়ে যায়: তমা মির্জা

প্রকাশিত: ১৫:১৩, ২ এপ্রিল ২০২৫

এক্সপেক্টেশন থাকলেই বন্ধুত্ব নষ্ট হয়ে যায়: তমা মির্জা

ছবি: সংগৃহীত

বাংলাদেশি মডেল ও নায়িকা তমা মির্জা মনে করেন, বিনোদন জগতে বন্ধুত্ব বজায় রাখতে পারস্পরিক প্রত্যাশার ভার চাপানো উচিত নয়। সম্প্রতি এক আলোচনায় তিনি বলেন, "আমার ফিল্ম, টিভি মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মে অনেক ভালো বন্ধু আছে। তবে আমি কখনও তাদের কাছ থেকে বিশেষ সুবিধা পাওয়ার আশা করি না।"

তমা মির্জার মতে, যখন একজন শিল্পীর বন্ধু পরিচালক বা প্রযোজক হন, তখন যদি শিল্পী মনে করেন যে তিনি বিশেষ সুযোগ পাবেন, তখনই সম্পর্কের জটিলতা তৈরি হয়। কিন্তু প্রত্যাশাহীন থেকে যার যার অবস্থানে কাজ করলে বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয়। তিনি বলেন, "একজন শিল্পীর জন্য বন্ধুত্ব এবং পেশাদারিত্ব আলাদা রাখা খুবই গুরুত্বপূর্ণ। তবেই সম্পর্ক টিকে থাকে।"

তমা মির্জার এই বক্তব্য বিনোদন অঙ্গনের পেশাদারিত্ব এবং সম্পর্কের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরে।

আবীর

×