ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

বাংলা সিনেমা মানুষ দেখছে এবং এভাবে দেখছে এটাই খুশির সংবাদ: ইমরান

প্রকাশিত: ১৪:১৬, ২ এপ্রিল ২০২৫

বাংলা সিনেমা মানুষ দেখছে এবং এভাবে দেখছে এটাই খুশির সংবাদ: ইমরান

ছবি : সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল সাম্প্রতিক সময়ে বাংলা সিনেমার জনপ্রিয়তা নিয়ে ফেসবুকে একটি উৎসাহব্যঞ্জক পোস্ট শেয়ার করেছেন। কাতার থেকে ফিরে আসার পর তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, "দেশে ফিরেই আমি আমার ড্রাইভারকে এসকেএস টাওয়ারে পাঠাই 'বরবাদ' সিনেমার টিকিট কাটার জন্য। কিন্তু দুঃখের বিষয়, শো হাউসফুল ছিল।"

 

 

ইমরান তার অভিজ্ঞতার পরবর্তী অংশে যোগ করেন, "আমি পরের দিনের জন্য টিকিট চেয়ে জানতে পারলাম সেখানেও টিকিট পাওয়া যাচ্ছে না। এরপর বিকল্প হিসেবে 'জংলি' সিনেমা দেখার সিদ্ধান্ত নিলাম, কিন্তু সেখানেও একই অবস্থা - আজ এবং পরদিনের জন্য কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। পরশু দিনের জন্য টিকিট পাওয়া যাবে বলে জানা গেল।"

তিনি আরও উল্লেখ করেন, "সবশেষে 'জীন ৩' সিনেমা দেখার চেষ্টা করি, কিন্তু এটি এসকেএস টাওয়ারে না থাকায় বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে দেখতে হবে বলে জানতে পারি।"এই অভিজ্ঞতা সম্পর্কে ইমরান বলেন, "প্রথমে একটু মন খারাপ হলেও পরে ভালো লাগলো যখন বুঝলাম বাংলা সিনেমা মানুষ এভাবে দেখছে। এটি সত্যিই আনন্দের খবর।" তিনি তার পোস্ট শেষ করেন বাংলা সিনেমার সমৃদ্ধি কামনা করে - "বাংলা সিনেমা জয় হোক!" 

 

 

এই পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং অনেকেই বাংলা সিনেমার এই জনপ্রিয়তাকে ইতিবাচক হিসেবে দেখছেন। শিল্পী ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, এটি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি আশাব্যঞ্জক সংকেত।

আঁখি

×