ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ভক্তদের ভালোবাসাটাকে আমার কাছে স্বর্গীয় লাগে: ইমরান

প্রকাশিত: ১৩:৪৩, ২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৩:৫২, ২ এপ্রিল ২০২৫

ভক্তদের ভালোবাসাটাকে আমার কাছে স্বর্গীয় লাগে: ইমরান

জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল সম্প্রতি এক সাক্ষাৎকার অনুষ্ঠানে তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,“এমনও মানুষ আছে যে আমাকে হয়তো জীবনেও দেখবে না, কিন্তু আমার গানকে ভালোবাসছে। এই ভালোবাসাটাকে না, অন্যরকম লাগে আমার। এটা আমার কাছে একটা স্বর্গীয় অনুভূতি।”


নিজের দীর্ঘ সঙ্গীতজীবন নিয়ে ইমরান বলেন,“আমার জার্নিটা ১৭ বছরের। ক্যারিয়ার শুরু ২০১২ সালে। এই ১৩ বছরে আলহামদুলিল্লাহ, আমি ইন্ডাস্ট্রি থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আমার দর্শকরা, আমার ফ্যানরা— ওদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। কারণ, একজন শিল্পীর জন্য এরকম ডাই-হার্ড বা কোর ফ্যান থাকা সৌভাগ্যের ব্যাপার। এমনও মানুষ আছে, যে আমাকে হয়তো জীবনেও দেখবে না, কিন্তু আমার গানকে ভালোবাসছে। এই ভালোবাসাটাকে আমি স্বর্গীয় মনে করি। এজন্য আমি আমার ফ্যানদের প্রতি অনেক কৃতজ্ঞ।”


সঙ্গীতজগতে তার স্বচ্ছ ও কন্ট্রোভার্সি মুক্ত ক্যারিয়ারের রহস্য কী? এমন প্রশ্নের জবাবে ইমরান বলেন,“এটা কোনো সিক্রেট নয়, এটা আমার ব্যক্তিগত চয়েস। আমি আমার কাজকে ভালোবাসি, আমার ফ্যানরা শুধুমাত্র আমার কথা জানার জন্যই অপেক্ষা করবে—এটাই আমার বিশ্বাস। তাই আমি শুধু মিউজিক সম্পর্কিত তথ্যই শেয়ার করি। আমার মনে হয়, এর চেয়ে বেশি কিছু জানার দরকার নেই, আর আমার ফ্যানরাও সেটাই চায় না।”


নিজেকে বিতর্কের বাইরে রাখার ব্যাপারে ইমরান বলেন,“আমি আসলে ছড়িয়ে-ছিটিয়ে সবকিছু জানতে হবে বা সবকিছু নিয়ে কথা বলতে হবে—এটা পছন্দ করি না। আমি আলোচনায় থাকার জন্য কাজ করি না। আমার ফেসবুক পেজেও যদি কখনো কাউকে নিয়ে কোনো রকম স্ট্যাটাস দেখি, কিংবা কেউ কিছু বলে, আমি সেটাকে পুরোপুরি এড়িয়ে যাই। এটা আমার ব্যক্তিগত চয়েস।”

ক্যারিয়ারের শুরু থেকেই ইমরান তার কাজের মাধ্যমে দর্শকদের মন জয় করে আসছেন। ভক্তদের ভালোবাসাই তার চলার পথে সবচেয়ে বড় অনুপ্রেরণা বলে জানান তিনি।

সূত্র:https://tinyurl.com/3xyea6yc

আফরোজা

×