ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ঈদ উপভোগ করতে না পারার কারণ জানালেন জয়া আহসান

প্রকাশিত: ১২:৫০, ২ এপ্রিল ২০২৫

ঈদ উপভোগ করতে না পারার কারণ জানালেন জয়া আহসান

অভিনেত্রী জয়া আহসান

প্রথমবারের মতো বাংলাদেশি ওয়েব সিরিজে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘জিম্মি’ নামের এই ওয়েব সিরিজটি তার ইদকে আরও বাড়তি আনন্দ যোগ করেছে। তবে নিজের পরিবার ও কাজের পাশাপাশি জয়া কখনোই ভুলে যান না পথের অবলা প্রাণীদের কথা।

জয়া জানান, ইদের দিনে তার বাড়িতেও অন্যান্য ঘরের মতো বিশেষ রান্নার আয়োজন ছিল। দীর্ঘ সময় শুটিং শেষে এখন ছুটির আমেজে রয়েছেন তিনি। পরিবারের সবাই মিলে একসঙ্গে তার অভিনীত ওয়েব সিরিজ ‘জিম্মি’ দেখেছেন।

তবে শুধুমাত্র নিজের পরিবার ও আত্মীয়দের জন্য নয়, পথের পশুদের প্রতিও রয়েছে তার অগাধ ভালোবাসা। তিনি বলেন, “রমজান মাসে যখন দোকানপাট বন্ধ থাকে, তখন অনেক পথের প্রাণী না খেয়ে থাকে। এই চিন্তাটা আমি মেনে নিতে পারি না। তাই ইদের দিন সকালে আমি নিজ হাতে তাদের জন্য রান্না করেছি এবং খাইয়েছি।”

আশিক

×