
ছবি: সংগৃহীত
'নিজেও রোস্ট করা শিখে নিয়েছি। আমার ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত কাটে হোস্ট করতে করতে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বন্ধুবান্ধব আসে, তাদেরকে খাবার বেড়ে দেওয়া, আলাপ করা এসবের মধ্যেই কাটে ঈদের দিন।' বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে এসব কথা বলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
তিনি বলেন, ঈদের দিন বের হওয়া হয়না। তবে ঈদের পরের দিন বন্ধুদের সাথে ঘুরতে বের হই, খাওয়া দাওয়া করি।
ঈদের খাওয়া দাওয়া নিয়ে প্রভা বলেন, আমার রোস্ট খুব পছন্দ। বাসার সব রোস্ট আমিই খেয়ে ফেলি। আমি নিজেও রোস্ট করা শিখে নিয়েছি। তিনি বলেন, আমি রান্নাঘরে একা কাজ করতে পছন্দ করি। সবাই ঘুমিয়ে পড়লে আমি ডেজার্ট বানাই ও রান্না করি।
অভিনেত্রী বলেন, ঈদের আগের দিন চাঁদরাতে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে থাকে জুতা কেনা, তারা বাতি জ্বালানো, দর্জির কাছে থেকে কাপড় নিয়ে আসা ইত্যাদি।
সালামি নিয়ে তিনি বলেন, ছোটবেলায় আমার ভাই আমাকে বোকা বানিয়ে বলতো যার বেশি টাকা তার সেটা বাকীদের দিয়ে দিতে হয়। আর আমিও সেটা বিশ্বাস করে দিয়ে দিতাম।
মেকআপ সম্পর্কে প্রভা বলেন, আমার বোনেরা আমার চেয়েও ভালো মেকআপ করতে পারে। ওরা অনেক দক্ষ, ওরা আমাকেও সাজতে সাহায্য করে।
মায়মুনা