ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

সালামির জন্য সুইসাইড করতে চেয়েছিলাম : জিয়াউল হক পলাশ

প্রকাশিত: ১১:৩৪, ২ এপ্রিল ২০২৫

সালামির জন্য সুইসাইড করতে চেয়েছিলাম :  জিয়াউল হক পলাশ

ছবি : সংগৃহীত

এক সাক্ষাৎকারে জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ তার ঈদ উদযাপনের নানা দিক তুলে ধরেন। ঈদের বিশেষ খাবারের প্রশ্নে তিনি বলেন, "ঈদের দিন সকালে আম্মার হাতের পায়েশ খাওয়া আমার সবচেয়ে প্রিয়। এছাড়া চালের রুটি আর সেমাইও খুব পছন্দ।"

 

 

শপিং অভ্যাস প্রসঙ্গে পলাশ জানান, "এখন নিজের জন্য শপিং করি না বললেই চলে। ওয়াইফ বলে দিলে একটা কালো বা সাদা পাঞ্জাবি হলেই হয়। বরং এখন নিজের 'ডাকবাক্স ফাউন্ডেশন' এর মাধ্যমে অন্যকে উপহার দিতেই বেশি আনন্দ পাই।"

ছোটবেলার ঈদ সালামির স্মৃতিচারণা করতে গিয়ে তিনি মজার অভিজ্ঞতা শেয়ার করেন: "মামাদের ব্ল্যাকমেইল করতাম - 'সালামি না দিলে নোয়াখালী থেকে ফিরে পাবেন না!' আসলে মামারা খুশি মনে সালামি দিতেন। 'না লাগবে না' বলার আগেই হাত বাড়িয়ে দিতাম!"

 

 

বর্তমানে ঈদ উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, "এখন সালামি পাওয়ার চেয়ে দেওয়াতেই বেশি আনন্দ পাই। ফাউন্ডেশন, টিমমেট, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনকে সালামি দেই।" এবারের ঈদ তিনি কাতারে কাটাবেন বলে জানান, যেখানে বাংলাদেশি কমিউনিটির বড় অনুষ্ঠানে তাকে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

আঁখি

×