
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘জংলি’ সিনেমা নিয়ে কথা বলেছেন। সেখানে কথা হয় শাকিব খানের ‘জংলি’ সিনেমা নিয়ে।
‘জংলি’ পারিবারিক বন্ধনের এক মুভি। তবে কেন ‘জংলি’? সেটা দেখতে হলে, বুঝতে হলে অবশ্যই আমাদেরকে হলে গিয়ে মুভিটি দেখতে হবে।এখন প্রশ্ন উঠেছে, ‘জংলিকে তাহলে বরবাদ করে দিতে পারলো না শাকিব খান?’
এই প্রশ্নের উত্তরে বুবলি বলেন, "শাকিব খান এই নামটা একদিকে থাকবে। কারণ উনার জার্নিটা অনেকদিনের। উনি অনেক বড় একজন মেগাস্টার, অনেক বড় একজন সুপারস্টার। তাকে আমাদের পুরো ইন্ডাস্ট্রি অনেক ভালোবাসে এবং শুধুমাত্র বাংলাদেশে না, পাশের দেশ ভারতেও তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী।"
বুবলি আরো বলেন, "আমি সবসময় এটা বলি, কারণ মানুষকে প্রশংসা করলে কেউ কখনো ছোট হয় না। তিনি আমাদের পাশের দেশ কলকাতার ইন্ডাস্ট্রিতেও সমানভাবে জনপ্রিয়। এই মানুষটাকে যখন সিনেমা আসে, রিলিজ হয়, তখন সবাই কিন্তু খুব অপেক্ষা করে। আর ‘বরবাদ’ তো ইতিমধ্যেই সবাই টিজার ও ট্রেইলার দেখেছে, সবাই পছন্দ করছে। ‘বরবাদ’ আসলে বরবাদের মতো করেই এগিয়ে যাবে, আর ‘জংলি’ জংলির মতো।”
শাকিব খানের ‘বরবাদ’ মুভি দেখা হয়েছে কিনা, উপস্থাপক জানতে চাইলে বুবলি বলেন, "এখনো না। তবে অবশ্যই দেখব। কারণ ঈদের সময়টা তো খুব পারিবারিক ব্যাপার থাকে। আর সিনেমার খোঁজখবর নেয়া হয়। তবে আমি বরাবরই যে কাজটা করি, সেটা হলো—আমি একদম আমার মত করে করি। আমি সবসময় বলি, ঈদের সময় আমি বোরখা পরে যেয়ে সিনেমা দেখি, কারণ আমি এনজয় করতে চাই।"
বুবলি আরও বলেন, "আমার সবগুলো সিনেমা আমি দেখেছি। এটা এমন না যে, আমি সবসময় এই জিনিসটা ক্লিয়ার করে রাখি। কারণ আমরা তো দর্শকদের জন্যই। দর্শকরা চিনবে বা ছবি তুলতে আসবে, বা যে দর্শকগুলো আমাদের ভালোবাসে, সেটা তাদের জন্য। আমি চাই একদম ফুল মনোযোগ দিয়ে সিনেমাটা দেখতে পারি। মানে, যদি একজন মানুষও আমার দিকে একটু ভালোভাবে তাকায়, তাদের যেন মনোযোগ নষ্ট না হয়, সেজন্য আমি বোরখা পরে আমার মত করে, সব কাছের মানুষদের নিয়ে গিয়ে সিনেমা দেখি।"
সূত্র:https://tinyurl.com/5n8ytwjs
আফরোজা