
ছবি: সংগৃহীত
দক্ষিণের সুপারস্টার থেকে রাজনীতির ময়দান, থালাপতি বিজয়ের পথচলা এখন এক নতুন মোড় নিয়েছে।
গ্ল্যামার দুনিয়া ছেড়ে এবার রাজনীতিতে শক্ত অবস্থান গড়তে দৃঢ়প্রতিজ্ঞ থালাপতি। এরই অংশ হিসেবে সম্প্রতি তামিলনাডুর মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করতে একটি আয়োজন করেন এক বিশাল ইফতার মাহফিলের।
৭ মার্চ চেন্নাইয়ের রোয়াপোট্টা এলাকার ওয়াইএমসিএ মাঠে বিজয়ের রাজনৈতিক দল তামিকার উদ্যোগে আয়োজন করা হয় এই ইফতার মাহফিল। মুসলিমদের প্রতি সংহতি জানিয়ে নিজেও সারাদিন রোজা রাখেন বিজয়। এমনকি, নামাজেও অংশ নেন। আয়োজনে অংশ নিয়েছিলেন স্থানীয় ১৫ টি মসজিদের ইমামসহ ৩০০০ মানুষ।
সাদা কুর্তা ও টুপি পরা সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার পর মতভেদ স্পষ্ট হয়ে উঠেছে ভক্তদের মাঝে। অনেকে বিজয়ের সম্পৃতির বার্তাকে সাধুবাদ জানিয়েছেন আবার কেউ কেউ এটিকে কেবল মাত্র ভোটের রাজনীতির কৌশল হিসেবেই দেখছেন। বলছেন, একজন নেতা হিসেবে এটি প্রসংশনীয় আবার কেউ কেউ কটাক্ষ করে বলছেন, নতুন দল খুলেছেন তাই ভোটের জন্য ভাইজানদের খুশি করতে হবে।
২০২৪ সালে দল গঠনের ঘোষণা দিয়ে ২০২৬ সালের তামিলনাডুর বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন বিজয়। ইতোমধ্যেই জনসংখ্যাভিত্তিক সংসদীয় সীমানা নিয়ে তার মতামত স্পষ্ট করেছেন যা দক্ষিণ ভারতীয় রাজ্যগুলোর জন্য ন্যায়বিচার দাবি করে। ইফতার পার্টির আয়োজনকেও অনেকে তার রাজনীতি স্ট্র্যাটেজি হিসেবে দেখছেন, যেখানে তিনি তামিল জাতীয়তাবাদকে সামনে রেখে সব সম্প্রদায়ের কাছে পৌঁছাতে চাইছেন।
রাজনীতিরর পাশাপাশি বিজয় এখন ব্যস্ত তার নতুন সিনেমা 'জানা নায়া গান' নিয়ে। তবে এটি হয়তো বিজয় অভিনীত শেষ সিনেমা। রাজনীতির জন্য অভিনয় থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজয়।
তিনি ঘোষণা করেছেন জানা নায়া গান তার ৬৯ তম সিনেমা এবং এটিই হবে তার শেষ সিনেমা। এই সিনেমায় একজন রাজনীতিবিদ হিসেবে দেখা যাবে বিজয়কে। রাজনৈতিক এই চরিত্র করতে গিয়েই তার মনে হয়েছে মানুষের জন্য কিছু করতেই তাকে অভিনয় জগৎ ছাড়তে হবে। এই ভাবনা থেকেই সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজয়।
ক্যারিয়ারের শেষ সিনেমা জানা নায়া গানে বিজয়ের পারিশ্রমিক ২৭৫ কোটি টাকা, যা তাকে ভারতের সবচেয়ে দামি তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
মায়মুনা