ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

হাজার কিলোমিটার দূরত্বে থেকেও আজ আমি নিশ্চিন্ত: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৪৭, ১ এপ্রিল ২০২৫

হাজার কিলোমিটার দূরত্বে থেকেও আজ আমি নিশ্চিন্ত: অপু বিশ্বাস

ছবিঃ সংগৃহীত

চিত্রনায়িকা অপু বিশ্বাস তার প্রাক্তণ স্বামী মেগাস্টার শাকিব খানকে হাজার মাইল দূর থেকে ভালোবাসা জানিয়েছেন। 

সোমবার (৩১ মার্চ) দিবাগত রাত ৩টার দিক তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে এ অনুভূতি প্রকাশ করেন তিনি।

পোস্টটিতে অপু বিশ্বাস তার ছেলে আব্রাম খান জয় ও প্রাক্তণ শাকিব খানের কয়েকটি ছবি সংযুক্ত করে লিখেছেন, ‘হাজার কিলো মিটার দূরত্বে  থেকেও আজ আমি নিশ্চিন্ত কারন আব্রাম তার পাপার পরম আদরে আনন্দে উল্লাসে ঈদ উৎযাপন করলো। এই বন্ধন আজ আমাকে আনন্দের অশ্রুতে সিক্ত করলো। আমার সন্তানের বাবা নিঃসন্দেহে  একজন শ্রেষ্ঠ বাবা।’’

উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন  ২০০৮ সালে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাম খান জয়ের। শাকিব-অপু দুজনেই সন্তান জন্মের বিষয়টি গোপন রাখেন।

২০১৭ সালের ১০ এপ্রিল একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি সামনে আনেন অপু বিশ্বাস। যদিও তার পরের বছর ২০১৮ সালের ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় তাদের। 

মুমু

×