
ছবি: সংগৃহীত
ঈদের দিন ছোটবেলার কোন জিনিসগুলো মিস করেন এই প্রসঙ্গে উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ কথা বলছিলেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে।
তিনি বলেন, ছোটবেলার সালামি, খাবার এর পাশাপাশি ছোটবেলার বন্ধুদের কথাও মনে পড়ে। ঈদের দিন সবাই দল বেঁধে বের হয়ে একেকজনের বাড়িতে খাবার খাোয়া মিস করি।
তিনি আরো বলেন, ড্রেস নিয়ে একটা প্রতিযোগিতা বা আকর্ষণ ছিল যে কয়টা ড্রেস হলো। কিন্তু এখন ড্রেস কিনতেই ইচ্ছা করে না। ঈদের জামা লুকিয়ে রাখার ব্যাপারে ছিল, ঈদ যেন পুরোনো না হয়ে যায়।
মৌসুমী মৌ বলেন, বন্ধুদের সাথে যোগাযোগ থাকলেও এখন সবাই দূরে দূরে। গার্লস স্কুলে পড়াশোনা করলেও আমার অনেক ছেলে বন্ধুও ছিল।
মায়মুনা