ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

কিছু মানুষ সবসময় একটা আক্রমণাত্মক মুডে থাকে : বুবলি

প্রকাশিত: ২২:৪৮, ৩১ মার্চ ২০২৫

কিছু মানুষ সবসময় একটা আক্রমণাত্মক মুডে থাকে : বুবলি

ছবি: সংগৃহীত

 

জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি সম্প্রতি এক সাক্ষাৎকারে বিনোদন জগতের তারকা শিল্পীদের প্রতি তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি বলেছেন,

"কিছু মানুষ কেন যেন কখনোই প্রশংসা করতে চায় না। তারা সবসময় একটা আক্রমণাত্মক মুডে থাকে। তাদের আমি দোষ দেব না। হয়তো তারা তাদের পারিবারিক জীবনও সেভাবে ডিল করে, তাই সেই ব্যাপারটা তারা সামাজিক মাধ্যমে প্রকাশ করে। কিন্তু প্রশংসাটা আসলে মন খুলে করা উচিত।"

শবনম বুবলি আরও বলেন,

"শাহনূর আপুকে আমি ভীষণভাবে ভালোবাসি, ববিতা আপু... সবাই আলাদা আলাদা জায়গা থেকে কুইন আমাদের ইন্ডাস্ট্রিতে। সেখানে থেকে আমি বুবলি, সেই সাহস রাখি না সেই ব্যাপারটা আনার। কিন্তু আমি অবশ্যই চাই ভালো সিনেমা করতে, ভালো কাজ করতে।"

 

কানন

×