ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

মোস্তফা সরয়ার ফারুকী

আমি তো ভুলেই গেছিলাম, আমি একজন অভিনেতাও!

প্রকাশিত: ২১:১৪, ৩১ মার্চ ২০২৫; আপডেট: ২১:১৯, ৩১ মার্চ ২০২৫

আমি তো ভুলেই গেছিলাম, আমি একজন অভিনেতাও!

ছবিঃ সংগৃহীত

উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সম্প্রতি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন, "আমি তো ভুলেই গেছিলাম, আমি একজন অভিনেতাও । আজ একটি সংবাদপত্রের রিপোর্ট আমাকে সেটা মনে করিয়ে দিল। 

আমার ছবি 'সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি' আজ রাত ১০টায় চ্যানেল ৯-এ দেখানো হবে। এটি আমার হৃদয়ের খুব কাছে থাকা একটি কাজ, তাই দেখতে পারেন।

এই ছবিটি আমরা হাসিনার শাসনামলে খুবই ব্যক্তিগতভাবে বানিয়েছিলাম। মুম্বাইয়ে ছবিটি প্রদর্শনীর পর, একজন দর্শক আমাকে প্রশ্ন করেছিলেন, "আপনি কি কখনো জেলে ছিলেন?" আমি তখন উত্তর দিয়েছিলাম, "আমি এখনও জেলে আছি!"

ছবিটি বুসান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল এবং ফেস্টিভ্যালে প্রদর্শিত হওয়ার পর এটি যুক্তরাজ্যের চ্যানেল ৪-এ প্রচারিত হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। 

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/164Gncgvrk/

মারিয়া

×