ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ঈদে ৬ সিনেমার জমজমাট প্রতিযোগিতা

প্রকাশিত: ০০:১৩, ৩০ মার্চ ২০২৫

ঈদে ৬ সিনেমার জমজমাট প্রতিযোগিতা

প্রতিবারের মতো এবারও ঈদকে ঘিরে জমে উঠেছে দেশীয় সিনেমার বাজার। সিনেমাপাড়ায় চলছে ব্যাপক প্রস্তুতি, টিজার-ট্রেলার থেকে শুরু করে গানের ঝলকে দর্শকদের আগ্রহ তুঙ্গে। শুরুতে আলোচনায় ছিল ৬টি সিনেমা—‘দাগি’, ‘বরবাদ’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’, ‘জ্বিন ৩’ এবং ‘পিনিক’। তবে শেষ মুহূর্তে ‘পিনিক’ সিনেমাটি ঈদের মুক্তির তালিকা থেকে সরে দাঁড়িয়েছে। তার জায়গায় নতুন করে যুক্ত হয়েছে শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’। সব মিলিয়ে এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ৬টি ভিন্নধর্মী সিনেমা, যা দর্শকদের জন্য নিয়ে আসছে রোমাঞ্চ, অ্যাকশন, রহস্য আর বিনোদনের এক অনন্য মিশেল।

বরবাদ

বাজেট প্রায় ১৫-১৭ কোটি টাকা। অভিনয় করেছেন শাকিব খান,   এই সিনেমাটি আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মিত হয়েছে এবং ঈদে ১০০টির বেশি সিনেমা হলে মুক্তি পাবে।’  

দাগি

বাজেট প্রায় সাড়ে ৪ কোটি টাকা । ঈদের আরেকটি চমক আফরান নিশোর ‘দাগি’ ।আফরান নিশোর সাথে  অভিনয় করেছেন  তমা মির্জা।

জংলি

আনুমানিক বাজেট : আড়াই কোটি টাকা প্রায়। অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার সঙ্গে বুবলী এবং দীঘিকে দেখা যাবে।

জ্বীন ৩
আনুমানিক বাজেট : দুই কোটি টাকারও বেশি। সিনেমাটিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, সজল, নাদের চৌধুরীসহ অনেকে। 

চক্কর ৩০২
আনুমানিক বাজেট : দেড় কোটি টাকারও বেশি ।  সিনেমায় মোশাররফ করিম অভিনয় করেছেন মূল ভূমিকায়।

অন্তরাত্মা
আনুমানিক বাজেট : ৮-১০ কোটি টাকা প্রায়। অভিনয় করেছেন  শাকিব খান  ও কলকাতার দর্শনা বণিক

 
×