
ছবিঃ সংগৃহীত
চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী সম্প্রতি এক সাক্ষাৎকারে মিডিয়া জগৎ নিয়ে নিজের শুরুর দিকের অভিজ্ঞতা শেয়ার করেছেন। শাহরিয়ার নাজিম জয়ের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, মিডিয়া সম্পর্কে তার পরিবার ও তার নিজের শুরুতে কিছুটা সংশয় ছিল।
ঐশী বলেন, “আমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশে পার্টিসিপেট করার আগে মিডিয়া জগৎ নিয়ে একটু একটু ভয় পাচ্ছিলাম। বিশেষ করে ‘গিভ এন্ড টেক’ পলিসি নিয়ে নানা বিতর্ক থাকে— তা রিয়েলিটি শোতে হোক বা মিডিয়া জগতে হোক। এ কারণে আমিও কিছুটা সংশয়ে ছিলাম।”
তবে প্রতিযোগিতায় অংশগ্রহণের পর তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। তিনি বলেন, “আয়োজকদের প্রতি আমি কৃতজ্ঞ। আল্লাহর রহমতে আমি কোনো সমস্যার সম্মুখীন হইনি এবং আমার বিশ্বাস, অনেক মেয়েও এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি। আসলে আয়োজকরা এমন কোনো পরিস্থিতিই তৈরি হতে দেননি।”
পরিবারের প্রসঙ্গে তিনি বলেন, “আমার পরিবার আমার স্বপ্ন পূরণের ক্ষেত্রে অনেক সাপোর্টিভ ছিল। যেহেতু আমার স্বপ্নটাই মিডিয়া সংশ্লিষ্ট ছিল, তারা কখনো বাধা দেয়নি। বরং আমি তাদের কাছ থেকে ১০০% সমর্থন পেয়েছি।”
ইমরান