ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

যেমন হবে ঈদের ‘ইত্যাদি’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৭, ২৯ মার্চ ২০২৫

যেমন হবে ঈদের ‘ইত্যাদি’

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। এর রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন বরাবরের মতো হানিফ সংকেত। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন, রাত আটটার বাংলা সংবাদের পর। এরইমধ্যে ‘ইত্যাদি’র অনেক খবর প্রকাশ হলেও পুরো আয়োজনের তথ্য এবার জেনে নেওয়া যাক একসঙ্গে। বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’ শুরু করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’-এই গানটি দিয়ে। ‘ইত্যাদি’র ঈদ পর্বে গত তিন দশক ধরেই শত শত মানুষ নিয়ে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন আঙ্গিকে, বর্ণাঢ্য আয়োজনে এই গানটি পরিবেশিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবারে এই গানটি পরিবেশন করবেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী। এবারের ‘ইত্যাদি’র একটি বিশেষ পর্ব হচ্ছে দেশাত্মবোধক গান। ‘দেশের গানটি’তে কণ্ঠ দিয়েছেন নন্দিত শিল্পী সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন। আর তাদের সঙ্গে রয়েছেন এই প্রজন্মের দশজন শিল্পী। তারা হলেন- ইমরান মাহমুদুল, রাজিব, অয়ন চাকলাদার, রাশেদ, সাব্বির জামান, সিঁথি সাহা, অবন্তী সিঁথি, আতিয়া আনিসা, মালিহা তাবাসসুম খেয়া ও সানিয়া সুলতানা লিজা। সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিনের সঙ্গে দেশাত্মবোধক গান গাইবেন একঝাঁক তরুণ গায়ক-গায়িকা সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিনের সঙ্গে দেশাত্মবোধক গান গাইবেন একঝাঁক তরুণ গায়ক-গায়িকা  প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’র একটি গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। গানটির কথা লিখেছেন ইনামুল তাহসিন। সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। অন্য আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ এবং অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।
অন্যদিকে, মধ্যবিত্তের অর্থনৈতিক টানাপোড়েন নিয়ে নির্মিত আর একটি মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরী, আনোয়ার শাহী ও র‌্যাপ শিল্পী মাহমুদুল হাসান। সমকালীন ও বক্তব্যধর্মী এবারের দলীয় সংগীতের বিষয় ‘দেখার চোখ ও বিবেকের চোখ’ নিয়ে। এই পর্বে অংশগ্রহণ করেছেন তৌসিফ মাহবুব ও শবনম বুবলী। তাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীদল। গানটির কথা লিখেছেন গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, রাজিব ও খেয়া। নৃত্য পরিচালনা করেছেন ‘ইত্যাদি’র নৃত্য পরিচালক মামুন। বিদেশীদের অভিনয় সমৃদ্ধ এবারের পর্বের বিষয়  ‘গুজব’। প্রায় দুই যুগ ধরে ইত্যাদিতে বিদেশী নাগরিকদের দিয়ে দেশের লোকজ সংস্কৃতি, বিভিন্ন গ্রামীণ খেলাধুলা, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে তুলে ধরা হচ্ছে। এর ফলে বিদেশীদের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে আমাদের সংস্কৃতি।
নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিক্স লিমিটেড।

×