ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

যেই ২ কারণে বারবার ওমরা করতে যান নায়িকা বর্ষা

প্রকাশিত: ২০:১৬, ২৯ মার্চ ২০২৫

যেই ২ কারণে বারবার ওমরা করতে যান নায়িকা বর্ষা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় নায়িকা বর্ষা সম্প্রতি ওমরা যাওয়ায় তার অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, "যখন আমি কোনো কিছু নিয়ে খুব টেনশনে থাকি বা খুব খুশি থাকি, তখন মনে হয় যে আমি ওমরাতে যাব।" বর্ষা আরও জানান, কোভিডের কারণে ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত তিনি ওমরা করতে পারেননি। যদিও ২০২৩ সালে ওমরা ভ্রমণের সুযোগ ছিল, তবে তিনি তখনও যেতে পারেননি।

তিনি বলেন, "অনেক মানুষের অনেক টাকা-পয়সা থাকতে পারে, তবে ওমরাতে যাওয়ার জন্য একজনকে আল্লাহর মেহমান হয়ে সেই পবিত্র জায়গায় পৌঁছাতে হয়।" বর্ষা আরও বলেন, "চার বছর পর প্রথমবার ওমরা করতে যাওয়ার পর গত দেড় বছরে তিনবার সেখানে গিয়েছি, আলহামদুলিল্লাহ।"

এছাড়া, বর্ষা বলেন, "যখন কিছু নিয়ে আমি টেনশনে থাকি বা আনন্দিত থাকি, তখন মনে হয় যে আমি আল্লাহর ঘরে যাব, মদিনাতে যাব। এটি এমন একটি অনুভূতি, যা আমাকে বারবার ওমরা করতে তাড়িত করে।"

বর্ষা তার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, "আমার যেতে খুব ভালো লাগে, আর এজন্যই আমি ফ্রিকোয়েন্টলি ওমরা করতে যাই।"

বর্ষার এই কথা অনেকের কাছে অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়াবে, যারা জীবনের অস্থিরতায় একটু শান্তি খোঁজেন।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=FBVeUVscY7c

আবীর

×