ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

১৯ বছরের সংসার দীপা খন্দকার ও শাহেদ আলীর, সুখে থাকার মূল মন্ত্র কী?

প্রকাশিত: ২০:০৪, ২৯ মার্চ ২০২৫

১৯ বছরের সংসার দীপা খন্দকার ও শাহেদ আলীর, সুখে থাকার মূল মন্ত্র কী?

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় মিডিয়া জুটি দীপা খন্দকার ও শাহেদ আলী, যারা ১৯ বছর ধরে সুখে সংসার করছেন, তাদের সম্পর্কে জানতে চান অনেকেই। তাদের দীর্ঘ দাম্পত্য জীবনের রহস্য কী? সম্প্রতি, এই প্রশ্নের উত্তর দিয়েছেন দীপা ও শাহেদ, যারা একে অপরকে ভালোবাসা, সহনশীলতা, ও ধৈর্য ধরার মাধ্যমে ১৯ বছর ধরে সুখী সংসার করছেন।

দীপা খন্দকার বলেন, "প্রত্যেক কাপলের মধ্যে ঝগড়াঝাটি হয়, তবে তা আর ঝগড়ার পর্যায়ে থাকে না। এটা আসলে আমাদের নরমাল লাইফের খুনসুটি বা কথোপকথন।" তিনি আরও বলেন, "দিনের কাজগুলো, দায়িত্ব পালন করতে করতে দিন চলে যায়, আর কিছু নয়।"

শাহেদ আলী জানান, "এটা একটা গুড হোম, ভালোবাসা। সহনশীল হতে হয়, ছাড় দিতে হয়, আর একটু ধৈর্য ধরতে হয়।"

তাদের এই দীর্ঘ সম্পর্কের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো একসাথে একই প্রফেশনে থাকা। দীপা বলেন, "আমাদের কোন অসুবিধা নেই, কারণ আমরা একে অপরের কাজের পরিবেশ জানি। আমরা জানি একে অপর কোথায় শুটিং করছে, কখন ফিরবে। এতে একে অপরের প্রতি বিশ্বাস ও নিশ্চিন্ততা বজায় থাকে।"

দীপা ও শাহেদ আলী আরও বলেন, "আমরা আমাদের কাজের ইউনিটকে আমাদের পরিবার মনে করি, আর তাদের সাথে থাকলে আমরা অনেক সিকিউর ফিল করি।"

এভাবেই দীপা ও শাহেদ আলী তাদের ১৯ বছরের সংসার জীবনে সুখী থাকার মন্ত্র শেয়ার করেছেন, যেখানে ভালোবাসা, বিশ্বাস, সহনশীলতা এবং একে অপরের প্রতি সমর্থন গুরুত্ব পেয়েছে।

আবীর

×