
ছবি: সংগৃহীত
নিউ ইয়র্কের রাস্তায় শাহরুখ-কাজল! তবে কি সত্যিই গোপনে বিয়ে?
বলিউডের সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন জুটিদের মধ্যে শাহরুখ খান ও কাজল অন্যতম। তবে এবার তাদের নিয়ে উঠেছে এক চমকপ্রদ গুঞ্জন! নিউ ইয়র্কের রাস্তায় ক্যাবে ঘুরতে ঘুরতে শাহরুখ নিজেই নাকি এক ট্যাক্সি ড্রাইভারকে বলেছিলেন, ‘কাউকে বলবেন না, আমরা পালিয়ে বিয়ে করেছি।’
ঘটনাটি ২০১০ সালে ‘মাই নেম ইজ খান’ সিনেমার শুটিংয়ের সময়ের। এক বিদেশি ট্যাক্সি ড্রাইভার যখন শাহরুখ ও কাজলকে চিনতে পারেন, তখন তিনি মজা করে এই মন্তব্য করেন। আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে ফেলেন ওই ড্রাইভারই। বছর পেরিয়ে গেলেও এই ঘটনা আবার নতুন করে ভাইরাল হয়েছে।
শাহরুখ-কাজল জুটির রসায়ন বরাবরই দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ থেকে শুরু করে ‘কাভি খুশি কাভি গম’, একসঙ্গে তাদের পর্দায় দেখলেই যেন নস্টালজিক হয়ে যায় বলিউডপ্রেমীরা। তবে বাস্তব জীবনে তারা শুধুই ভালো বন্ধু।
নতুন করে ভাইরাল হওয়া এই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা। অনেকেই মজা করে বলছেন, ‘শাহরুখ-কাজল পালিয়ে বিয়ে করলে কী হতো?’ তবে আসল ঘটনা যে নিছক মজার ছলেই বলা, তা জানেন সবাই। তবুও এই অনস্ক্রিন রোমান্স নিয়ে ভক্তদের উত্তেজনা কমার নাম নেই!
বলিউড তারকাদের এমন মজার মুহূর্তের জন্যই হয়তো ভক্তদের ভালোবাসা আজও অটুট। শাহরুখ-কাজল ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে আরেকটি মজার স্মৃতিচারণ
কানন