ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

‘নিজের ভালো পাগলেও বোঝে, শুধু আমরা বুঝি না’ কেন বললেন তাসরিফ খান?

প্রকাশিত: ১২:৪৯, ২৯ মার্চ ২০২৫; আপডেট: ১২:৪৯, ২৯ মার্চ ২০২৫

‘নিজের ভালো পাগলেও বোঝে, শুধু আমরা বুঝি না’ কেন বললেন তাসরিফ খান?

ছবি: সংগৃহীত।

তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান আজ শনিবার নিজের ফেসবুক পেজে লিখেছেন, "নিজের ভালো পাগলেও বোঝে, শুধু আমরা বুঝি না।" তার এই স্ট্যাটাস মুহূর্তেই ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

তাসরিফের এই পোস্টকে অনেকেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছেন। একজন মন্তব্যে লেখেন, "সঠিক কথা। ইউনুস সরকারকে অবশ্যই পাঁচ বছর সময় দিতে হবে।"

আরেক অনুরাগী মন্তব্য করেন, "প্রিয় দেশবাসী, আপনারা আপাতত বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি, জামায়াতসহ যত রাজনৈতিক দল আছে, সেগুলো ভুলে যান। এখন শুধু ভাবুন, কীভাবে ড. ইউনুসকে পূর্ণ পাঁচ বছর ক্ষমতায় রাখা যায়। কারণ দেশের উন্নয়নে তার বিকল্প নেই। ড. ইউনুসের মতো একজন রাষ্ট্রপ্রধান পাওয়া সত্যিই এ জাতির সৌভাগ্য।"

একটি মন্তব্যে আরও বলা হয়, "দেশের মানুষের উচিত সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ড. মুহাম্মদ ইউনুস স্যারকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় রাখা। কোনো নির্বাচন নয়।"

তাসরিফ খানের এই স্ট্যাটাস নিছক ব্যক্তিগত উপলব্ধি নাকি রাজনৈতিক বার্তা বহন করছে, তা নিয়ে সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে নানা মত প্রকাশ পাচ্ছে।

সায়মা ইসলাম

×