
ছবি: সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী বর্ষা স্পষ্ট জানিয়ে দিলেন, অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "সোশাল মিডিয়ায় আসলে সবকিছু বলতে নেই। আমি যেটা বলেছিলাম, সেটা একেবারে আমার ব্যক্তিগত চিন্তা এবং আমার মনের কথা। এটা আমার সিদ্ধান্ত। অথচ এ নিয়ে মানুষজন আলোচনা-সমালোচনা শুরু করেছে!"
বর্ষা জানান, তিনি নিজের সন্তানদের কথা চিন্তা করেই অভিনয় থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। বর্ষা বলেন, "আমি কি কাউকে অসম্মান করেছি এখানে? আমাদের মিডিয়াতে অনেক দম্পতি আছেন যারা একটা সময় অভিনয় ছেড়ে দিয়েছেন। মৌসুমি-ওমর সানি কিংবা নাইম-শাবনাজের মতো জুটির কথাই ধরুন। আমরা তাদের ভালোবাসি, তাদের চমৎকার সম্পর্কের প্রশংসা করি।"
তিনি আরও বলেন, "আমার এই সিদ্ধান্ত নিয়ে এত সমালোচনা করার কিছু নেই। অভিনয় ছেড়ে দেওয়া একান্তই ব্যক্তিগত ব্যাপার। এটা অন্য কারও বিরক্তির কারণ হওয়ার মতো কিছু নয়।"
বর্ষার এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার সিদ্ধান্তকে স্বাগত জানালেও কেউ কেউ সমালোচনা করেছেন। তবে বর্ষা মনে করেন, অভিনয় ছাড়ার সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজস্ব এবং এটি নিয়ে অহেতুক বিতর্কের প্রয়োজন নেই।
আসিফ