ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

চলচ্চিত্রে আরএইচ সোহেলের অভিষেক

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:০০, ২৮ মার্চ ২০২৫

চলচ্চিত্রে আরএইচ সোহেলের অভিষেক

আর এইচ সোহেল

নির্মাতা আর এইচ সোহেল দীর্ঘদিন ধরে নাটক, টেলিফিল্ম, শর্টফিল্ম ও বিজ্ঞাপন নির্মাণ করে আসছেন। এবার তিনি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। তার প্রথম ছবির নাম ‘আউয়াল’। গল্পের কাহিনি চিত্রনাট্য ও সংলাপ তিনি নিজেই লিখছেন। চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে আর এইচ সোহেল বলেন, আমার বহুদিনের স্বপ্ন চলচ্চিত্র নির্মাণ করার। তার জন্যই ছোটপর্দায় নির্মাণে সংযুক্ত থেকে ধীরে ধীরে নিজেকে তৈরি করেছি। এবার আমার স্বপ্ন পূরণের পালা। দর্শককে একটি পরিচ্ছন্ন চলচ্চিত্র উপহার দিতে চাই। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই সিনেমাটির শূটিং শুরু করবেন। তবে এখনো চূড়ান্ত হয়নি এ ছবির নায়ক-নায়িকা কারা। পাশাপাশি চলছে চলচ্চিত্রের গানের প্রস্তুতি। ছবির গানগুলোতে কণ্ঠ দেবেন দুই বাংলার জনপ্রিয় শিল্পীরা। নাট্যনির্মাতা রাকিবুল হাসান সোহেল নিয়মিত নাটক পরিচালনা করছেন। আর এইচ সোহেল নামে পরিচিত তিনি। এরই মধ্যে নাট্যাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। দর্শকপ্রিয়তা বিবেচনা করে সময়ের ব্যস্ততম এই নির্মাতা ‘সোনা বউ’ নাটকের সিক্যুয়েল নির্মাণ করেছেন।

×