
শ্রাবণ্য তৌহিদা
সময়ের অন্যতম দর্শকপ্রিয় উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। তিনি একজন পেশাদার ডাক্তারও। এই উপস্থাপিকাকে আগামী ঈদে বেশ কয়েকটি টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে উপস্থাপনায় দেখা যাবে। আগামী ঈদে দেশ টিভির জন্য নির্মিত ঈদ বিশেষ ‘সেলিব্রিটি টক শো’র সাত পর্বে, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ‘তারকা আড্ডা’ অনুষ্ঠানের সাত পর্বে, বিটিভির জন্য নির্মিত ঈদ মিউজিক্যাল শো ও দুটি ভিন্ন সেলিব্রিটি টক শো, চ্যানেল টোয়েন্টি ফোরের পাঁচ পর্বের ‘ঈদ গল্প আড্ডা’ , জিটিভির সাত পর্বের ঈদ বিশেষ আয়োজন ও গ্লোবাল টিবির সরাসরি গানের অনুষ্ঠানের উপস্থাপনা করবেন শ্রাবণ্য তৌহিদা। নন্দিত উপস্থাপিকা ও মেডিসিন বিশেষজ্ঞ শ্রাবণ্য তৌহিদা বলেন, ঈদে সাধারণত বড় বড় তারকাদের সিনেমা মুক্তি পায়।
এই সিনেমাকে ঘিরে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের আয়োজন করে। সেসব আয়োজনে একজন উপস্থাপিকা হিসেবে অংশগ্রহণের সুযোগটা আসলে হাত ছাড়াও করতে ইচ্ছে করে না। যে কারণে মেডিক্যাল কলেজের দায়িত্ব পালন করেই সময় ম্যানেজ করে আমি এই আয়োজনগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করি। যাদের নিমন্ত্রণে এই বিশেষ আয়োজনগুলোতে অংশগ্রহণ করি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কারণ তারা আমার দিকটাও বেশ গুরুত্বের সঙ্গে সম্মান দিয়েই আমাকে নিয়ে কাজ করেন। এবারের ঈদের সবগুলো আয়োজনই বিশেষ বিশেষ কারণে বিশেষ হয়ে উঠেছে। আশা করছি আমার উপস্থিতিতে সেসব অনুষ্ঠান দর্শকের মধ্যে মুগ্ধতা ছড়াবে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। এদিকে শ্রাবণ্য তৌহিদা জানান, আগামী ঈদের পর ওয়েব সিরিজে-এ কাজ করার সম্ভাবনা রয়েছে তার।