ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

রাশমিকা মান্দানার প্রশংসায় সালমান খান, বলিউডের শুরুর দিনের স্মৃতিচারণ

প্রকাশিত: ১৫:৪১, ২৮ মার্চ ২০২৫; আপডেট: ১৫:৪৪, ২৮ মার্চ ২০২৫

রাশমিকা মান্দানার প্রশংসায় সালমান খান, বলিউডের শুরুর দিনের স্মৃতিচারণ

ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি তার 'সিকান্দার' মুভির সহঅভিনেত্রী রাশমিকা মান্দানার পরিশ্রম এবং দৃঢ় মনোভাবের প্রশংসা করেছেন। একটি বিশেষ ভিডিও চ্যাটে সালমান, আমির খান এবং 'সিকান্দার' এর পরিচালক এ.আর. মুরুগাদোসের সঙ্গে কথা বলেছিলেন। সালমান রাশমিকার কাজের প্রতি নিবেদিত মনোভাবের কথা তুলে ধরে বলেন, "হায়দ্রাবাদে আমরা শুটিং করছিলাম, সে রাতে ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কাজ করেছে, তখন সে জ্বরে ভুগছিল এবং একই সময়ে 'পুষ্পা ২: দ্য রুল' এর শুটিংও করছিল।"

সালমান আরও উল্লেখ করেন, "সে যেটুকু সময় পেত, তা ছিল গাড়িতে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময়। এটা আমার শুরুর দিনের কথা মনে করিয়ে দেয়, যখন আমরা সবাই দু'টা বা তিনটা শিফটে কাজ করতাম।"

এছাড়া, সালমান একটি নতুন সিনেমায় পরিচালক সুরজ বরজাতিয়ার সঙ্গে আবারও কাজ করবেন বলে জানিয়েছেন। যদিও সিনেমাটির নাম প্রকাশ করেননি, তবে এটি 'মেইনে পেয়ার কিয়া' এবং 'হাম আপকে হে কন..!'-এর ভক্তদের জন্য একটি সুসংবাদ। 'মেইনে পেয়ার কিয়া' সালমানের বলিউডে অভিষেক ঘটায়, আর 'হাম আপকে হে কন..!', যেখানে কোনো খলনায়ক ছিল না, তাকে পরিবারভিত্তিক দর্শকদের মধ্যে জনপ্রিয় করে তোলে।


সূত্র: https://www.ndtv.com/entertainment/why-did-rashmika-mandanna-remind-salman-khan-of-his-early-days-in-industry-8023920

আবীর

×